মুম্বই: ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন। পরে দেখা যায়, বাঁহাতের আঙুল ভেঙেছে বেন স্টোকসের। মঙ্গলবার রাতে রাজস্থান রয়্যালস দল থেকে জানানো হল, এবারের আইপিএলে আর খেলতে পারবেন না স্টোকস।


সোমবার রাতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচের দশম ওভারে ঘটনাটি ঘটে। ক্রিস গেইলের ক্যাচ লুফতে লং-অন থেকে ছুটে এসে ঝাঁপ দেন স্টোকস। আর যার জেরেই ঘটে বিপত্তি। চোদ্দতম আইপিএলে আর খেলতে না পারলেও অবশ্য দেশে ফিরে যাচ্ছেন না ব্রিটিশ অলরাউন্ডার। তিনি রাজস্থান রয়্যালস শিবিরের সঙ্গেই থেকে মাঠের বাইরে থেকে দলকে সাহায্য করবেন বলেই জানিয়েছে আইপিএলের রাজস্থান ফ্র্যাঞ্চাইজি।


অপরদিকে, মঙ্গলবার থেকে রাজস্থানের অনুশীলনে নেমে পড়েছেন জোফ্রা আর্চার। যদিও চোট সারানোর প্রক্রিয়ার মধ্যে থাকায় এখনও অন্তত তিনটে ম্যাচে খেলতে পারবেন না ইংল্যান্ডের পেসার।


বেন স্টোকসের মতো ক্রিকেটার মরশুমের শুরুতেই ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে রাজস্থান রয়্যালস শিবিরে বড় ধাক্কা। তবে ব্রিটিশ অলরাউন্ডারের বদলে অন্য কোনও ক্রিকেটারকে পরিবর্ত হিসেবে নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলেই জানিয়েছে রাজস্থান রয়্যালস।


পঞ্জাব কিংসদের বিরুদ্ধে ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে অষ্টম ওভারে বোলিং করেছিলেন বেন স্টোকস। যদিও বাকি সময় আর বোলার স্টোকসে ব্যবহার করেননি রাজস্থান ফ্র্যাঞ্চাইজির নতুন অধিনায়ক সঞ্জু স্যামসন। যদিও রাজস্থানের হয়ে ইনিংস ওপেন করতে নেমেছিলেন স্টোকস। মহম্মদ শামির বলে মাত্র তিন বলের মধ্যেই তাঁকে সাজঘরের পথ ধরতে হলেও রাজস্থান শিবির যে এবারের ব্যাটসম্যান বেনের থেকে বাড়তি প্রত্যাশা রাখছে, সেটা প্রকাশ হয়ে গিয়েছিল তাঁকে ওপেন করানোর সিদ্ধান্তেই। যদিও আপাতত কুমার সাঙ্গাকারাদের সেই পরিকল্পনা ধাক্কা খেল।


রাজস্থান রয়্যালস শিবিরের পক্ষ থেকে বেন স্টোকসের চোটের যাবতীয় খবর ওয়াকিবহাল করা হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডকেও। ইসিবির এক মুখপাত্র জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই ফের একবার চোটটা কতটা গুরুতর তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। আর তার পরই যাবতীয় বাকি পদক্ষেপ নেওয়া হবে।