পুণে: চোটের কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের বাকি ম্যাচ খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। এমনকী, আইপিএলেও ভারতীয় ব্যাটসম্যান খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।


শ্রেয়সের কাঁধের চোট এতটাই গুরুতর যে, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অবশিষ্ট দুই ওয়ান ডে ম্যাচে ভারতীয় দলের জার্সিতে খেলতে পারবেন না তিনি। এমনকী, আগামী আইপিএলের প্রথম পর্বে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে তাঁকে খেলতে দেখা যাবে না বলেও খবর। দলের নতুন অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। অবশ্য টিম ইন্ডিয়ার থেকে বেশি দুশ্চিন্তায় রয়েছে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। কারণ, সামনেই আইপিএল। ঠিক তার আগে শ্রেয়স চোট পাওয়ায় দিল্লি তাদের ক্যাপ্টেনকে টুর্নামেন্টের শুরু থেকে দলে পাবে কি না, তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে।


বোর্ডের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, শ্রেয়সের কাঁধের হাড় সরে গিয়েছে। যার অর্থ, চলতি সিরিজে তো বটেই, এমনকি আইপিএলের শুরুর দিকেও তাঁর মাঠে নামা অনিশ্চিত। স্পোর্টস মেডিক্যাল বিশেষজ্ঞদের মতে, এমন অবস্থায় দু-তিন সপ্তাহের মধ্যে চোট সেরে যেতে পারে। আবার যদি স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়ে, তবে অস্ত্রোপচার করার প্রয়োজন দেখা দিতে পারে। আর অস্ত্রোপচার হলে অন্তত দু'মাস মাঠের বাইরে থাকতে হতে পারে শ্রেয়সকে।


কনুইয়ে চোট রোহিতের, আইপিএল-এর আগে উদ্বেগে মুম্বই ইন্ডিয়ান্স


চিকিৎসার প্রয়োজনে শ্রেয়সকে যদি ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বেরতে হয়, তবে আইপিএলরে আগে তিনি ফিট হয়ে উঠলেও বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হতে পারে। আপাতত সব আশঙ্কাই দানা বাঁধতে শুরু করেছে শ্রেয়সকে ঘিরে। শ্রেয়স আইয়ার খেলতে না পারলে আইপিএলে দিল্লি দলের অধিনায়কত্ব কে করবেন, তা নিয়ে দিল্লি ক্যাপিটালসের মালিক পক্ষ এবং ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তালিকায় স্টিভ স্মিথ, অজিঙ্ক রাহানে, আর অশ্বিন, শিখর ধবন ও উইকেটকিপার ব্যাটসম্য়ান ঋষভ পন্থের নাম ঘোরাফেরা করছে।