আবুধাবি: নেতৃত্ব ছাড়ছেন। এবার কি ক্রিকেট থেকেও সরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলি? না, না, অবাক হওয়ার কিছু নেই। বিরাট কোহলি অবসর নেননি। তবে তাঁকে এবার দেখা গেল কোচের ভূমিকায়। একবারে কড়া ব্যাটিং কোচের ভূমিকায় দেখা গেল কিং কোহলিকে। 


আরসিবি বনাম কেকেআর ম্যাচের পরের দৃশ্য। হঠাৎ দেখা গেল মাঠের ধারে ফেন্সিংয়ের পাশে কেকেআরের নবাগত তারকা বেঙ্কটেশ আইয়ারকে। তাঁর সঙ্গে বিরাট কোহলি। ভারত অধিনায়কের থেকে ব্যাটিংয়ের টিপস নিচ্ছেন মধ্যপ্রদেশের তরুণ ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বিরাট বেঙ্কটেশকে ব্যাটিংয়ের যাবতীয় টিপস দিচ্ছেন। কীভাবে পুল শট মারতে হবে, কীভাবে কভার ড্রাইভ মারা উচিত। শট খেলার সময় ফুটওয়ার্ক কেমন হবে, সব নিয়েই নাইট ওপেনারকে টিপস দিচ্ছিলেন বিরাট। বেঙ্কটেশও বাধ্য ছাত্রের মতো শিখে নিলেন বিরাটের থেকে যাবতীয় শট সম্পর্কে। নাইট রাইডার্সের তরফে যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে ক্যাপশনে লেখা হয়েছে, 'স্বপ্নের অভিষেক, একইসঙ্গে সেরা ব্যাটসম্যানের থেকে শিক্ষা। দুর্দান্ত একটা রাত বেঙ্কটেশ আইয়ারের জন্য।'



সোমবার কেকেআরের হয়ে আইপিএলে অভিষেক হয় বেঙ্কটেশ আইয়ারের। শুভমন গিলের সঙ্গে ইনিংস ওপেন করেন তিনি। প্রথম ম্যাচেই ২৭ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন বেঙ্কটেশ। অপরাজিত থেকে নাইটদের ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন বেঙ্কটেশ। মূলত তাঁর ও শুভমন গিলের ব্য়াটিংয়ের ওপর নির্ভর করেই আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে বড় জয় কেকেআরের। মাত্র ১০ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাইটরা। ৯ উইকেটে তারা হারাল আরসিবিকে। 


সোমবার নাইটদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৯২ রানে অল আউট হয়ে যায় আরিসিবি। বিরাট নিজেও রান পাননি। খাতা খোলার আগেই প্যাভিলিয়ন ফেরেন এবি ডেভিলিয়ার্স। অল্প রান তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মর্গ্যান বাহিনী। ম্যাচের পর বিরাট বলেন, 'কোলাপ্স করে গিয়েছি আমরা। এটা আমাদের জন্য ওয়েক আপ কল। আমাদের এখান থেকেই শিক্ষা নিতে হবে। কী করতে হবে আমাদের তা সবাই বুঝতে পারছে। কোথায় ভুল হচ্ছে, তা শুধরে নিতে হবে।' 


আরও পড়ুন: কেকেআরের বিরুদ্ধে হার থেকেই সতীর্থদের শিক্ষা নেওয়ার বার্তা বিরাটের