নয়াদিল্লি: জাতীয় দলের অধিনায়ক হিসাবে অনেক ট্রফি জিতেছেন তিনি। সেই মহম্মদ আজ়হারউদ্দিন এবার বেছে নিলেন ভবিষ্যতের ভারতীয় অধিনায়ককে।
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মনে করেন, ঋষভ পন্থের মধ্যে বিরাট কোহলির উত্তরসূরি হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে।
জাতীয় দলে ঋষভ পন্থের অভিষেক ছিল চমকপ্রদ। যদিও ধারাবাহিকতার অভাবের জন্য দল থেকে বাদ পড়েন। তবে গত অস্ট্রেলিয়া সফরে টেস্টের প্রথম একাদশে ফেরার পর থেকে অনবদ্য ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন পন্থ। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য টি-টোয়েন্টি ও ওয়ান ডে দলেও জায়গা ফিরে পেয়েছেন তিনি। টেস্টের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটে অনবদ্য ব্যাটিং করে আপাতত সব ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ায় নিজের জায়গা কার্যত পাকা করে ফেলেছেন পন্থ। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবেই আইপিএলেও বড়সড় দায়িত্ব পেয়েছেন তিনি। শ্রেয়স আইয়ার চোট পাওয়ায় আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন পন্থ।
আগের মতো দৌড়তে পারো? এবি-র সঙ্গে খুনসুটি বিরাটের
অস্ট্রেলিয়ায় পন্থের ধারাবাহিকতার দিকে তাকিয়েই টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজ়হারউদ্দিন দাবি করেন যে, অদূর ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে পন্থ সামনের সারিতে চলে এলে তিনি মোটেও অবাক হবেন না। ট্যুইটারে আজ়হার লিখেছেন, ‘ঋষভ পন্থের গত কয়েকমাস অসাধারণ গেল। নিজেকে সব ফর্ম্যাটেই প্রতিষ্ঠিত করছে। নির্বাচকরা যদি অদূর ভবিষ্যতে ওকে ভারতের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে প্রথম সারিতে বিবেচনা করে, তবে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। ওর আগ্রাসী ক্রিকেট ভবিষ্যতে ভারতীয় দলের অবস্থান আরও মজবুত করবে।’ আজ়হার লিখেছেন, ‘ঋষভের আগ্রাসী মনোভাব কিন্তু ভবিষ্যতে ভারতের কাজেই আসবে।’
সেই অস্ট্রেলিয়া সফর থেকে দুরন্ত ছন্দে রয়েছেন পন্থ। তিন ধরনের ক্রিকেটেই ব্যাট হাতে শাসন করছেন। প্রশংসা পেয়েছেন দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকে। এ বার আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন তিনি। দিল্লির কোচ রিকি পন্টিং জানিয়ে দিয়েছেন, নেতৃত্বের দায়িত্ব ঋষভকে আরও ভাল ক্রিকেটার করে তুলবে। পন্থকে বাজি করেই আইপিএলের ঘুটি সাজাচ্ছে দিল্লি ক্যাপিটালস।