বেঙ্গালুরু: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন ওয়ান ডে ফর্ম্যাটে। প্রথম ২ ম্যাচেই ব্যাটে- বলে নজরও কেড়েছেন। আর তার পরই নিজের বেস প্রাইস বাড়িয়ে নিলেন দীপক হুডা। আনক্যাপড থেকে তিনি এখন ক্যাপড প্লেয়ার। ৪০ লক্ষ বেস প্রাইস ছিল দীপকের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর আগে নিলামে। কিন্তু এখন তাঁর বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা। সেট নম্বর আট থেকে উঠে এসেছেন সেট নম্বর তিন নম্বরে। 


কিছুদিন আগেই, মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে খেলার জন্য় মুখিয়ে রয়েছেন দীপক হুডা। আসন্ন নিলামে কােন দলের হয়ে খেলতে চান? এক সাক্ষাৎকারে হুডা বলেন, ''চেন্নাই আমার সবচেয়ে পছন্দের দল। আমি যেনতেন প্রকারে ওই দলে খেলতে চাই। যদিও অন্য় কোনও দল হলেও অসুবিধে নেই। কিন্তু ধোনির নেতৃত্বে খেলতে চাই আমি। যে কোনও বাচ্চার মতোই আমি ধোনির নেতৃত্ব খেলতে চাই।''


আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য় ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দীপক হুডা। তিনি বলছেন, ''আমি এমএসডির বিশাল বড় ভক্ত। আমি ওঁর নেতৃত্ব দেওয়ার ধরণ খুব পছন্দ করি। ওঁর সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলেছি। আমি শুরুতে যখন ভারতীয় দলে এসেছিলাম তখন ধোনি ভাই ছিলেন দলে। সেই মুহূর্তে বিভিন্ন ইস্যু নিয়ে ওঁর সঙ্গে কথা বলেছি।''


উল্লেখ্য, এবারের আইপিএলে সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা রেখে নিলামে উঠেছেন ১৭ জন ভারতীয়। মোট ৪৮ জন ক্রিকেটার ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন নিজেদের। এর মধ্যে ৩১ জন বিদেশি ক্রিকেটারও রয়েছেন।


এক নজরে দেখে নেওয়া যাক ২ কোটি বেস প্রাইস রয়েছে কোন কোন ভারতীয় ক্রিকেটারের - রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধবন, শ্রেয়স আইয়ার, দেবদত্ত পাড়িক্কাল, সুরেশ রায়না, মহম্মদ শামি, রবিন উথাপ্পা, ক্রুণাল পাণ্ড্য, হর্ষল পটেল, দীনেশ কার্তিক, ঈশান কিষাণ, আম্বাতি রায়ডু, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল