চেন্নাই: আইপিএলের প্রতিটা দলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিসিআই। চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচ আগামী ২৬ মার্চ। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে মহেন্দ্র সিংহ ধোনির দল। গতবারের ফাইনালিস্ট দল চেন্নাই। কলকাতাও গতবারের ফাইনালিস্ট। গ্রুপ পর্বে ১৪টি ম্যাচ খেলবে প্রতিটা দলই। ৩১ মার্চ দ্বিতীয় ম্য়াচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবে তারা। এরপর বাকি ম্যাচ গুলোয় সিএসকে কবে কার বিরুদ্ধে নামবে দেখে নিন --


তারিখ: ৩ এপ্রিল


প্রতিপক্ষ: পঞ্জাব কিংস


তারিখ: ৯ এপ্রিল


প্রতিপক্ষ: সানরাইজার্স হায়দরাবাদ


তারিখ: ১২ এপ্রিল


প্রতিপক্ষ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর


তারিখ: ১৭ এপ্রিল


প্রতিপক্ষ: গুজরাত টাইটান্স


তারিখ: ২১ এপ্রিল


প্রতিপক্ষ: মুম্বই ইন্ডিয়ান্স


তারিখ: ২৫ এপ্রিল


প্রতিপক্ষ: পঞ্জাব সুপার কিংস


তারিখ: ১ মে


প্রতিপক্ষ: সানরাইজার্স হায়দরাবাদ


তারিখ: ৪ মে


প্রতিপক্ষ: রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলাের


তারিখ: ৮ মে


প্রতিপক্ষ: দিল্লি ক্যাপিটালস


তারিখ: ১২ মে


প্রতিপক্ষ: মুম্বই ইন্ডিয়ান্স


তারিখ: ১৫ মে


প্রতিপক্ষ: গুজরাত টাইটান্স


তারিখ: ২০ মে


প্রতিপক্ষ: রাজস্থান রয়্যালস


এ বারের আইপিএল-এ দু’টি গ্রুপ করা হয়েছে। একটি গ্রুপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপারজায়ান্টস। অন্য গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি চার দলের সঙ্গে দু’টি ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপে একটি দলের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে। বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। কলকাতা দু’টি করে ম্যাচ খেলবে তার গ্রুপে থাকা মুম্বই, দিল্লি, রাজস্থান এবং লখনউয়ের বিরুদ্ধে। অন্য গ্রুপে হায়দরাবাদের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে কেকেআর। বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে কলকাতা।