কলকাতা : কলকাতায় এবার নাইজেরিয়া(Nigeria) ফেরতকে ঘিরে ওমিক্রন(Omicron) সন্দেহ। ওমিক্রন-সন্দেহে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি এক ব্যক্তি ।
দিন তিনেক আগে ওই ব্যক্তি নাইজেরিয়া থেকে ফেরেন। কলকাতা বিমানবন্দরে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। বাড়িতে ফেরার পরে করোনার মৃদু উপসর্গ দেখা দেয়। তাই তিনি করোনা পরীক্ষা করান। তাতে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এরপর কলকাতারই এক বেসরকারি হাসপাতালে যান তিনি। সেখানকার চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয়েছে কল্যাণীতে। খবর স্বাস্থ্য ভবন সূত্রের।
সারা বিশ্বে ফের উদ্বেগের সঞ্চার করেছে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। এরই মধ্যে ব্রিটেনে গবেষণায় উঠে এল ওমিক্রন সংক্রমণের কিছু উপসর্গ। হাঁচি, মাথা ব্যথা ও ক্লান্তির মত উপসর্গ থাকতে পারে ওমিক্রন আক্রান্তের। ব্রিটেনের গবেষণায় এ কথা জানানো হয়েছে।
আরও পড়ুন ; ওমিক্রন-আতঙ্কের আবহে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ উত্তর ২৪ পরগনায়
Zoe Covid study অ্যাপ হাজার হাজার আক্রান্তকে তাঁদের উপসর্গ জানাতে বলেছিল। সমীক্ষার তদন্তকারীরা প্রভাবশালী ডেল্টা ভ্যারিয়েন্ট এবং অতি সংক্রামক নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন-উভয়ের সাথেই যুক্ত বিষয় গুলি খতিয়ে দেখেছেন। গত ৩ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যে সাধারণ লক্ষণগুলি জানা গিয়েছে, সেগুলির মধ্যে রয়েছে-সর্দি, মাথাব্যথা, ক্লান্তি, হাঁচি, গলা ব্যথা। ডেইলি মেলে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
সমীক্ষায় বলা হয়েছে, সুপার মিউট্যান্ট ভাইরাস কোভিডের চেয়ে বেশি সর্দি-কাশির মতো। অন্যদিকে, সাধারণত কোভিডের উপসর্গগুলির মধ্যে রয়েছে, একটানা কাশি, প্রবল জ্বর ও ঘ্রাণ ও স্বাদ হারিয়ে ফেলা।
ZOE Symptom Tracking Study-র প্রধান বিজ্ঞানী তথা এপিডেমিওলজিস্ট অধ্য়াপক টিম স্পেক্টর ব্রিটেনবাসীর কাছে বড়দিনের প্রাক লগ্নে এবং বন্ধু ও আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করার আগে ওমিক্রনের এই সব প্রকাশ্য লক্ষণ সম্পর্কে নজর রাখার আর্জি জানিয়েছেন।