কলকাতা: পৃথ্বী শ-রা সেবারই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে ফিরেছেন। খুদে বিশ্বচ্যাম্পিয়নদের দলে নিতে আগ্রহী অনেক ফ্র্যাঞ্চাইজি। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে নিয়েছিল তিন তরুণ তুর্কিকে। যাঁদের মধ্যে অন্যতম শুভমন গিল (Shubman Gill)। কেকেআরের জার্সিতে যাঁর আইপিএলে অভিষেক। নাইটদের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন।
সেই শুভমন গিলকে এবার ধরে রাখেনি কলকাতা। নিলামের টেবিলে তোলার পরিকল্পনা ছিল। সেখান থেকে যদি ফের কিছুটা কম অর্থের বিনিময়ে কিনে নেওয়া যায়, সেই ছিল পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে পঞ্জাবের তরুণকে দলে নিল আইপিএলের নতুন দল আমদাবাদ। আগামী আইপিএলে আমদাবাদের জার্সিতে দেখা যাবে দেশের অন্যতম প্রতিভাবান তরুণকে।
শুভমনের উদ্দেশে আবেগপূর্ণ বিদায়বার্তা লিখল কেকেআর। সোশ্যাল মিডিয়ায় কেকেআর শিবিরে শুভমনের বিভিন্ন মুহূর্তের ছবি কোলাজ করে পোস্ট করা হয়েছে। সঙ্গে লেখা, 'গত চার বছরে দুর্দান্ত কিছু স্মৃতির জন্য ধন্যবাদ। চ্যাম্পিয়ন, ভাল খেলো'। আরেকটি পোস্টে বাংলায় লেখা হয়েছে, 'ধন্যবাদ শুভমন, অনেক অনেক ভালবাসা'। সঙ্গে পোস্ট করা হয়েছে একটি ভিডিও।
আগামী আইপিএলের জন্য অবশ্য অনেক বড় দায়িত্ব পেলেন হার্দিক পাণ্ড্য। আইপিএলের নতুন দল আমদাবাদ অধিনায়ক করল হার্দিককে। জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে। অবশেষে শুক্রবার রাতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হল যে, হার্দিককেই তারা দলের নেতৃত্বের দায়িত্ব দিচ্ছে। সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের স্পেশালিস্ট, আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানকেও দলে নিয়েছে তারা।
অন্যদিকে, রিটেনশন তালিকা প্রকাশ করেছে লখনউ ফ্র্য়াঞ্চাইজিও। জল্পনা চলছিলই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) একাংশ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, আসন্ন আইপিএলের (IPL 2022) নতুন দল লখনউয়ের (Team Lucknow) অধিনায়ক হবেন কে এল রাহুল (KL Rahul)।
সেই জল্পনাতেই সিলমোহর পড়ল শুক্রবার। আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজির পক্ষে জানানো হল, ড্রাফটিংয়ের মাধ্যমে তাঁরা যে তিনজন ক্রিকেটারকে বেছে নিয়েছেন, তাঁরা হলেন রাহুল, মার্কাস স্টোইনিস ও রবি বিষ্ণোই। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল। দলকে নেতৃত্ব দেবেন রাহুলই।
''প্রথম একাদশে সুযোগ না পেয়ে খাবার টেবিলে ভাঙচুর করেছিলাম, উনি নির্বিকার''