আমদাবাদ: টুর্নামেন্টের ফাইনালের আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে এটাই তাঁর শেষ আইপিএল (IPL 2023) ম্যাচ হতে চলেছে। প্রশ্ন ছিল, আইপিএল জিতে তিনি শেষটা স্বপ্নের মতো করতে পারবেন কি না। শেষটা সত্যিই রূপকথার মতোই হল। রেকর্ড ষষ্ঠ খেতাব জিতে আইপিএল থেকে অবসর নিলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তারকা ক্রিকেটার আম্বাতি রায়াডু (Ambati Rayudu)।
ফাইনালের আগে নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করে রায়াডু লিখেছিলেন, 'সিএসকে এবং এমআই, দুই দারুণ দলের হয়ে ২০৪টি ম্যাচ, ১৪ মরসুম, ১১টি প্লে-অফ, ৮টি ফাইনাল খেলে পাঁচবার খেতাব জিতেছি। আশা করছি আজ রাতে ছয় নম্বরটা জিতব। এই গোটা সফরটাই দারুণ কেটেছে। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের এই ফাইনালটাই আমার আইপিএল কেরিয়ারের শেষ ম্যাচ হবে। এই দুর্ধাষ টুর্নামেন্ট খেলাটা আমি সবসময়ই ভীষণ উপভোগ করেছি। সকলকে অনেক ধন্যবাদ। পিছিয়ে আসব না।'
রূপকথার বিদায়
রুদ্ধশ্বাস ফাইনালের শেষটা রায়াডুর মনের মতোই হল। টুর্নামেন্ট জয়ের পর তিনি বলেন, 'শেষটা সত্য়িই রূপকথার মতোই হল। এর থেকে বেশি আর কীই বা চাইতে পারি। গোটা কেরিয়ার জুড়েই দুই দুর্দান্ত দলের হয়ে খেলার সৌভাগ্য হয়েছে আমার। বাকি জীবনটা এবার আনন্দেই কাটাতে পারব। বিগত ৩০ বছরের খাটা খাটনির পর শেষটা এর থেকে ভাল হতে পারে না। আমি আমার বাবা, আমার গোটা পরিবারকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই। ওদের ছাড়া এই স্বপ্নটা কোনদিনও সার্থক হত না।'
রায়াডু ফাইনালে শুরুটা দুর্দান্তভাব করলেও আট বলে ১৯ রানের বেশি করতে পারেননি তিনি। তবে টুর্নামেন্ট ইতিহাসে ডান হাতি ব্যাটার ২০৪টি ম্যাচ খেলে ২৮.২৩ গড় ও ১২৭.২৪ স্ট্রাইক রেটে মোট ৪৩৪৮ রান করেছেন। তিনি নিজের আইপিএল কেরিয়ারে একটি শতরান করার পাশাপাশি ২২টি অর্ধশতরানও করেছেন। নিজের আইপিএল কেরিয়ারে রায়াডু আইপিএলের দুই সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের জার্সিতে টুর্নামেন্টের মঞ্চ মাতিয়েছেন। নিজের শেষ ম্যাচে টুর্নামেন্ট জিতে তিনি রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে সফলতম খেলোয়াড় হিসাবে ছয়টি ট্রফি জিতে বিদায় জানালেন।
শেষবেলায় সম্মান
বিদায় বেলায় মহেন্দ্র সিংহ ধোনিও তাঁকে সম্মান জানাতে নিজে খেতাব না নিয়ে প্রথমে রায়াডুকেই খেতাব তোলার সুযোগ করে দেন। তাঁর বিদায়ের ফলে টুর্নামেন্টের অন্যতম সেরা এক খেলোয়াড়ের বর্ণময় কেরিয়ার শেষ হল।
আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা