সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে খেলানোর দাবি জোরাল থেকে জোরালতর হচ্ছিল। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (BCB) প্রধান তো এমনও আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, না খেলিয়ে বসিয়ে রাখা হতে পারে। তার চাইতে দেশের হয়ে খেলা ভাল।
সেই লিটন দাসকে (Litton Das) দিল্লি ক্যাপিটালসের (DC vs KKR) বিরুদ্ধে সুযোগ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চূড়ান্ত ব্যর্থ হন তিনি। ব্যাট হাতে জঘন্য শট খেলে আউট হন। উইকেটের পিছনেও হতশ্রী পারফরম্যান্স করেন। যার পর থেকে লিটন হঠাও দাবি তুলেছিলেন কেকেআর ভক্তরা।
রবিবার ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশ থেকে বাংলাদেশের তারকাকে ছেঁটে ফেলল কেকেআর। তাঁর পরিবর্তে সুযোগ দেওয়া হল ডেভিড উইজাকে।
কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দিল্লি ক্যাপিটালসে বিরুদ্ধে নিজের আইপিএল অভিষেক ঘটান বাংলাদেশের তারকা কিপার-ব্যাটার লিটন দাস। তবে নিজের আইপিএল অভিষেকে চূড়ান্ত ব্যর্থ লিটন। ব্যাট হাতে মাত্র চার রান করেই সাজঘরে ফেরেন বাংলাদেশি তারকা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একাধিক স্টাম্পিংও মিস করেন লিটন। দলের পরাজয়ের জন্য অনেকেই লিটনের দিকে আঙুল তুলেছিলেন। প্রশ্ন উঠেছিল, প্রথম ম্যাচে দলকে কার্যত একা হাতেই ডোবানোর পর আর কোনও ম্যাচে লিটনকে আদৌ সুযোগ দেওয়া হবে?
আইপিএল শুরুর আগে লিটন, শাকিবদের টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে কম জলঘোলা হয়নি। তাঁরা কবে দেশে আসবেন, আদৌ আসবেন কি না, সেই নিয়ে প্রবল সংশয় ছিল। এমনকী বাংলাদেশ বোর্ড প্রধান তো কোনও রাখঢাক না করে জানিয়ে দেন যে, আইপিএলে বেঞ্চগরম করার থেকে দেশের জার্সিতে খেলা ভাল।
এক সাংবাদিক বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হোসেন পাপন বলেন, 'লিটন, শাকিবকে ছেড়ে দেওয়া হয়েছে আইপিএলের জন্য। টুর্নামেন্টে শুরুর তিন মাস আগে আমাদের কাছে আইপিএলের তরফে জানতে চাওয়া হয়েছিল যে কবে থেকে পাওয়া যাবে লিটনদের, সেই ভাবেই আমরাও বলে দিয়েছিলাম।'এরপরেই পাপন উল্টো সাংবাদিকদের প্রশ্ন করেন যে, 'টেস্টের অধিনায়ক ও সহ অধিনায়ক দুইজনকেই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ওখানে ওদেরকে খেলাবে তো? যদি না খেলায়, তবে রিজার্ভ বেঞ্চে বসে থাকার থেকে দেশের হয়ে খেলাটা ভাল নয় কি?'
অনেক জল্পনা-কল্পনার পর শাকিব আইপিএল থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেও, লিটন কেকেআর শিবিরে দুই ম্যাচ পরে যোগ দেন। তবে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরি করা ক্রিকেটার আইপিএলের প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ। যার জেরে বাদই দেওয়া হল লিটনকে। যদিও ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় তাঁকে রাখা হয়েছে। কিন্তু তাঁকে ব্যবহার করার সম্ভাবনা কম বলেই খবর কেকেআর সূত্রে।
আরও পড়ুন: ধোনিকে দেখতে ফোন বিক্রির টাকায় টিকিট কেটে ইডেনে, নায়ক বরণের অভূতপূর্ব ছবি