চেন্নাই: এই ম্যাচকে বলা হয় আইপিএলের ক্লাসিকো। হবে নাই বা কেন! দু'দল মিলিয়ে ৯টি আইপিএল জিতেছে। মুম্বই ইন্ডিয়ান্স ৫ বার। চেন্নাই সুপার কিংস (CSK vs MI) চারবার।
আইপিএলের সফলতম দুই দলের লড়াইয়ে প্রথমার্ধে কিছুটা সুবিধাজনক জায়গায় চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে মাত্র ১৩৯/৮ স্কোরে আটকে গেল মুম্বই ইন্ডিয়ান্স।
টস জিতে মহেন্দ্র সিংহ ধোনি মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন। দলে কোনও পরিবর্তন করেননি ধোনি। অন্যদিকে রোহিত শর্মারা শুরুতেই ধাক্কা খান। টসের সময় রোহিত জানান, চোট থাকায় এই ম্যাচে খেলছেন না তিলক বর্মা। যাঁকে এবারের আইপিএলের অন্যতম আবিষ্কার মনে করা হচ্ছে।
শুরু থেকেই দাপট দেখান সিএসকে বোলাররা। শুরুতেই মুম্বই শিবিরে ধাক্কা চেন্নাইয়ের। তুষার দেশপাণ্ডের বলে ফেরেন ক্যামেরন গ্রিন (৬)। দীপক চাহার পরপর তুলে নেন ঈশান কিষাণ (৭) ও রোহিত শর্মা (০)-কে। ৪ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ১৯/৩। সূর্যকুমার যাদব ২২ বলে ২৬ রান করে লড়াই চালালেও জাডেজার বলে বোল্ড হয়ে যান।
সিএসকে বোলারদের বিরুদ্ধে লড়াই করলেন একমাত্র নেহাল ওয়াধেরা। ৫১ বলে ৬৪ রান করে তিনিই মুম্বইয়ের সর্বোচ্চ স্কোরার। আইপিএল কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। তাঁর জন্যই ভদ্রস্থ স্কোর তুলতে পেরেছে মুম্বই।
মুম্বই শিবিরকে চিন্তায় রাখবে অধিনায়ক রোহিতের ফর্ম। রান পাচ্ছেন না রোহিত। নিজের পছন্দের পোজিশন ওপেনিং থেকে নেমে এসেছেন। শনিবার তিনি ৩ নম্বরে নেমে ৩ বলে খেলে শূন্য করে ফিরলেন।
চেন্নাই বোলারদের মধ্যে সেরা মাথিশা পাথিরানা। যাঁকে বেবি মালিঙ্গা বলা হচ্ছে। বোলিং অ্যাকশনে এতই মিল। ৪ ওভারের শেষে ১৫ রানে তিন উইকেট নেন শ্রীলঙ্কার তরুণ। ২টি করে উইকেট দীপক চাহার ও তুষার দেশপাণ্ডের।
দীর্ঘদিন মুম্বইয়ের জার্সিতে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন লাসিথ মালিঙ্গা। চেন্নাই সুপার কিংসের হয়ে এ মরসুমে বল হাতে সকলেরই নজর কাড়ছেন মাথিশা পাথিরানা, যার বোলিং অ্যাকশন আবার অবিকল মালিঙ্গার মতো। সেই কারণেই তাঁকে 'বেবি মালিঙ্গা' বলেও ডাকা হয়। ম্যাচের আগে ঈশান কিষাণ জানিয়েছিলেন, কোনও একজন ক্রিকেটারকে অত্যাধিক প্রাধান্য দিতে নারাজ তাঁরা। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আজকের দিনে তো প্রচুর প্রযুক্তি রয়েছে। ওর বোলিংয়েরও অনেক ভিডিও রয়েছে। আমরা নিশ্চিতভাবেই ওর বোলিংয়ের ভিডিও দেখব। ও নতুন বলে কী পরিকল্পনায় বোলিং করছে, সেটা বোঝার চেষ্টা করব। তবে দিনের শেষে আমরা তো আর একজনের ওপর অতিরিক্ত ফোকাস করতে পারি না। ও বল ভাল করলে সম্মান জানাতেই হবে। কিন্তু ইতিবাচক মনোভাব নিয়ে আমাদের ব্যাটটা করতে হবে, যাতে ওর খারাপ বলগুলিকে আমরা কাজে লাগাতে পারি।'.
যদিও শেষ পর্যন্ত পাথিরানার জবাব খুঁজে পেল না মুম্বই।