মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) বয়স ৪১ পার করেছে। অনেকেই মনে করছেন এটাই আইপিএলে তাঁর শেষ মরসুম হতে পারে। ১৪ মরসুম ধোনি সিএসকেকে (CSK) নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হল ধোনি অবসর নিলেন তারপরে সিএসকের অধিনায়ক হওয়ার যোগ্য দাবিদার কে? সিএসকে অলরাউন্ডার মইন আলির (Moeen Ali) ভোট কিন্তু স্বদেশীয় বেন স্টোকসের (Ben Stokes) দিকেই।


ধোনির বদলি স্টোকস


গত মরসুমের শুরুতে ধোনি সিএসকের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। দায়িত্ব দেওয়া হয়েছিল রবীন্দ্র জাডেজাকে। তবে পরপর ব্যর্থতার পর জাডেজা নিজেই অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ান। ফের দায়ভার কাঁধে নেন ধোনি। তাই ধোনির পর ঠিক কে সিএসকের অধিনায়ক হতে পারেন, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েইছে। এক্ষেত্রে স্টোকস ভাল বিকল্প বলে মনে করছেন মঈন। বিরাট দামে এ মরসুমেই স্টোকসকে দলে নিয়েছে হলুদ ব্রিগেড। স্টোকস ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হওয়ায় বিকল্প হিসাবে তাঁর নাম উঠে আসছেই। 


এই বিষয়ে কথা বলতে গিয়ে মঈন বলেন, 'আমার মনে হয় (স্টোকসের অধিনায়ক হওয়ার) একটা সম্ভাবনা রয়েইছে। ও তো টেস্ট ক্রিকেটে দারুণ পারফর্ম করেছে। তবে ধোনি এখনও দলের অধিনায়ক এবং ওঁ আরও কিছুদিন দায়িত্বে থাকবেন। আমাদের কাছে অন্য কিছু বিকল্পও রয়েছে। রুতুরাজ দারুণ খেলোয়াড় এবং মাথা ঠান্ডা করে নিজের খেলাটা খেলে। তাই ফ্র্যাঞ্চাইজি কী চাইছে, সেটা বোঝাটা প্রয়োজনীয়।' স্টোকস খুবই ভালভাবে সিএসকে সেটআপে মানিয়ে নিয়েছেন বলে জানালেও, মঈনের দাবি স্টোকস লিডারশিপ গ্রুপের অংশ নন, কারণ সিএসকেতে লিডারশিপ গ্রুপ বলে কোনও কিছু নেইই। 


'সিএসকে এমন এক ফ্র্যাঞ্চাইজি যেখানে সবাই খেলাটা উপভোগ করে খেলতে পারে। ও (স্টোকস) ভালভাবেই মানিয়ে গুছিয়ে নিয়েছে এবং দলের পরিবেশটা বেশ উপভোগও করছে। ও দলের ভীষণই গুরুত্বপূর্ণ সদস্য। তবে দলের বিষয়ে অধিনায়ক ও কোচই কথাবার্তা বলে সিদ্ধান্ত নেন। ধোনির যদি স্টোকসের পরামর্শ প্রয়োজন হয়, তাহলে সেটা চাইতেই পারেন, আমাদের দলে এই বিষয়ে কোনও বিধিনিষেধ নেই।' দাবি মঈন আলির।


স্টোকসের খেলা নিয়ে সংশয়


শনিবাসরীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সম্ভবত মাঠে নামতে পারবেন না সিএসকের তারকা ইংলিশ অলরাউন্ডার স্টোকস। খবর অনুযায়ী, শুক্রবার (৭ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন শেষে স্টোকস গোড়ালিতে ব্যথা অনুভব করেন। এই ব্যথার কারণেই আগামী দশ দিন তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে বলে খবর। যদিও একই রিপোর্টে দাবি করা হয় স্টোকসের বিষয়ে শনিবারই সিএসকে ম্যানেজমেন্ট ফাইনাল সিদ্ধান্ত নেবে। তবে যা শোনা যাচ্ছে, তাতে দলের তারকা অলরাউন্ডারকে তড়ঘড়ি করে মাঠে নামানোর সম্পূর্ণ বিপক্ষে হলুদ ব্রিগেড। তাই মুম্বই ইন্ডিয়ান্স তো বটেই, সিএসকের আসন্ন আরও কয়েকটি ম্যাচেও স্টোকস অনুপস্থিত থাকতে পারেন।


আরও পড়ুন: আইপিএলে কবে খেলবেন লিটন? বড় আপডেট দিল কেকেআর