ধর্মশালা: বুধবার আইপিএলের (IPL 2023)মঞ্চে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। রোমাঞ্চকর ম্যাচে ১৫ রানে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) পরাজিত করল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেটের বিনিময়ে ২১৩ রান তোলে দিল্লি ক্যাপিটালস। জবাবে আট উইকেটের বিনিময়ে ১৯৮ রানেই থামে পাঞ্জাবের ইনিংস। দিল্লির হয়ে অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner) ৩১ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। তাঁর ও পৃথ্বী শয়ের ৯৪ রানের ওপেনিং পার্টনারশিপই দিল্লির জয়ের ভিত গড়ে।
ওয়ার্নার নিজের ইনিংসে পাঁচটি চার ও দু'টি ছক্কা হাঁকান। এই ইনিংসের সুবাদেই নতুন ইতিহাস গড়ে ফেললেন ওয়ার্নার। অজি তারকা ব্যাটার পাঞ্জাবের বিরুদ্ধে ২৫ ম্যাচে ৫০.২২ গড় ও ১৪৪.৪৪ স্ট্রাইক রেটে মোট ১১০৫ রান করেছেন। পাঞ্জাবের বিরুদ্ধে ১৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন ওয়ার্নার। তাঁর সর্বোচ্চ স্কোর ৮১। ওয়ার্নার ১১০৫ রানই আইপিএলের ইতিহাসে কোনও ব্যাটারের কোনও নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে করা সর্বোচ্চ রান। প্রসঙ্গত, ওয়ার্নার কিন্তু কেকেআরের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে রান করেছেন। আইপিএলে নাইটদের বিরুদ্ধে ওয়ার্নারের মোট সংগ্রহ ১০৭৫ রান।
তবে ওয়ার্নার ব্যাট হাতে ভাল পারফর্ম করলেও, প্রতিপক্ষ অধিনায়ক শিখর ধবন (Shikhar Dhawan) কিন্তু এই ম্যাচে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ। তাঁর দীর্ঘদিনের বন্ধু ইশান্ত শর্মের বিরুদ্ধে ইনিংসের প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। এই গোল্ডেন ডাকের ফলে এক অনিচ্ছুক রেকর্ড তালিকায় খানিকটা এগিয়েই এলেন শিখর। পাঞ্জাব কিংসের অধিনায়কের দখলেই বর্তমানে আইপিএল ইতিহাসে ওপেনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চবার শূন্য় রানে আউট হওয়ার রেকর্ড।
আদিত্যনাথ-পীযূষ সাক্ষাৎ
তিনি উত্তরপ্রদেশের ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে খেলেন উত্তরপ্রদেশের হয়েই। কিন্তু আইপিএলে (IPL 2023) তিনি লখনউ সুপার জায়ান্টস (LSG) দলে নেই। খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। মঙ্গলবার তিনি ঘরের মাঠে খেললেন অ্যাওয়ে ম্যাচ। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচ হেরে গিয়েছে। তবে পীযূষ চাওলা রয়েছেন খোশমেজাজে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন। মুম্বই ইন্ডিয়ান্সের লেগস্পিনারকে শুভেচ্ছা জানালেন যোগী আদিত্যনাথ।
আদিত্যনাথের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পীযূষ। সঙ্গে লিখেছেন, 'স্যর, আপনার সঙ্গে দেখা করতে পারাটা আমার কাছে সম্মানের। আপনার মহার্ঘ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।'
আরও পড়ুন: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?