নয়াদিল্লি: তিনি ভারতের প্রেমে মজেছেন বহুদিন ধরেই। জনপ্রিয় হিন্দি সিনেমার সংলাপ আওড়ান। হিন্দি বা দক্ষিণী সিনেমার গানে নাচতেও দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ভিডিও পোস্ট করেন ডেভিড ওয়ার্নার (David Warner)। কোনও কোনও ভিডিওতে দেখা যায়, তাঁর সঙ্গে যোগ দিয়েছেন স্ত্রী ও সন্তানেরাও।


এবার আইপিএলে (IPL) অরেঞ্জ ক্যাপের দৌড় নিয়ে বলতে গিয়ে পুষ্পা সিনেমার বিখ্যাত সংলাপ শুনিয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ক্রিকেটার দিল্লি ক্যাপিটালসের অধিনায়কও। ৭ ম্যাচে ৩০৬ রান করে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে রয়েছেন অজি তারকা। একটি অনুষ্ঠানে ওয়ার্নারকে প্রশ্ন করা হয়েছিল, অরেঞ্জ ক্যাপ জেতা নিয়ে আপনার পরিকল্পনা কী? ওয়ার্নার জবাব দেন, 'ঝুকেগা নহী শালা...'। ওয়ার্নারের সেই উত্তর ভাইরাল হয়েছে। পুষ্পা সিনেমার অল্লু অর্জুনের মুখে শোনা গিয়েছিল এই সংলাপ। এই সংলাপ এতই ভাইরাল হয় যে, বিভিন্ন জগতের ব্য়ক্তিরাই এই লাইনটি বলে ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ওয়ার্নারও এবার সেই দলে নাম লেখালেন।


ক্ষুব্ধ কোহলি


ইডেন গার্ডেন্সে হারের পর ঘরের মাঠে কেকেআরকে (RCB vs KKR) হারিয়ে বদলা নেওয়ার সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) সামনে। কিন্তু কোহলি বাহিনী তা করতে ব্যর্থ হয়। ২১ রানে নাইটদের বিরুদ্ধে পরাজিত হয় আরসিবি। ম্যাচ হেরে দলের ফিল্ডিং নিয়ে সমালোচনায় মুখর বিরাট কোহলি (Virat Kohli)। 


আরও পড়ুন: স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?


আরসিবি অধিনায়ক ম্যাচ শেষে বলেন, 'সত্যি বলতে আমরা ওদেরকে জয়টা উপহার দিয়েছি। আমাদের এই ম্যাচ হারাই উচিত ছিল। পেশাদারের মতো তো খেলতেই পারিনি। বোলিংটা ভাল হলেও, আমরা ফিল্ডিংটা খুবই খারাপ করেছি। সহজ দুইটো ক্যাচ ফেলায় ওরা আরও ২৫-৩০ বাড়তি করার সুযোদ পায়। ব্যাটিংয়ের শুরুটাও ভালভাবে করেছিলাম বটে, কিন্তু তারপরে চার-পাঁচখানা খারাপ শট খেলে সহজেই উইকেট হারাই। যে বলগুলিতে উইকেট হারাই, সেগুলো তো উইকেট হারানোর মতো বলই ছিল না।'


কেকেআরের বিরুদ্ধে প্রথমে মহম্মদ সিরাজ ও পরে হর্ষল পটেল নীতীশ রানার অত্যন্ত সহজ দুইটি ক্যাচ ফেলে দেন। দুইবার জীবনদান পেয়ে নাইট অধিনায়ক ২১ বলে ৪৮ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন। বোলিংয়ে ক্যাচ ফেললেও, ব্যাট হাতে আরসিবি শুরুটা খারাপ করেনি। অধিনায়ক কোহলিও দুরন্ত অর্ধশতরান হাঁকান। তবে দল ম্যাচ জিততে ব্যর্থ হয়।  



আরও পড়ুন: রিঙ্কুর ৫ ছক্কার দুঃস্বপ্নের পর অসুস্থ যশ, কমে গিয়েছে ওজন, হার্দিকের মন্তব্যে চাঞ্চল্য