নয়াদিল্লি: নাগাড়ে পাঁচ ম্যাচ হারের পর অবশেষে জয়ের সরণিতে ফিরল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) চার বল বাকি থাকতে ৪ উইকেটে হারাল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। এই নিয়ে টানা তিন ম্যাচে পরাজিত হল কেকেআর (KKR)।


১২৮ রানের লক্ষ্য একেবারেই কঠিন ছিল না। মাঝে কেকেআর স্পিনাররা লড়াই করে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও, শেষমেশ দিল্লি ক্যাপিটালসই জয় পেল। দিল্লির হয়ে এদিন ফের একবার অধিনায়ক ডেভিড ওয়ার্নার অর্ধশতরানের ইনিংস খেলেন। ৩৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন দিল্লি অধিনায়ক। তাঁর ব্যাটে ভর করেই মূলত ম্যাটটি জিতল দিল্লি। এদিন ব্যাট হাতে দিল্লির ওপেনাররা শুরুটা মন্দ করেননি। তাঁরা ওপেনিংয়ে ৩৮ রান যোগ করেন। তবে পৃথ্বী এদিনও বড় রান করতে ব্যর্থ। মাত্র ১৩ রানে সাজঘরে ফেরেন তিনি।


তবে ওয়ার্নারের দৌলতে দিল্লি কেবল পৃথ্বীর উইকেট হারিয়েই ৬১ রান তুলে ফেলে। কিন্তু এরপর থেকেই ধীরে ধীরে ম্যাচের রঙ বদলাতে শুরু করে। কেকেআরের স্পিন ত্রয়ীর চাপে বিরাট বিপাকে পড়ে যায় দিল্লি। সুনীল নারাইন নির্ধারিত চার ওভারে ৩৬ রান খরচ করলেও, বাকি তিনজন, নীতিশ রানা, বরুণ চক্রবর্তী ও অনুকূল রায়ের প্রত্যেকেই দুইটি করে উইকেট নেন। স্পিনার বিরুদ্ধে ১৬ ওভারে ৮৮ রানে ছয় উইকেট হারায় দিল্লি। শেষের দিকে লিটন দাসের একাধিক স্টাম্পিং মিস, খারাপ ফিল্ডিংই ম্যাচে পার্থক্য ফেলে দেয়। কেকেআর ফিল্ডিং ভাল করলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হলেও, হতে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


তবে শেষমেশ সব বাধা-বিপত্তি সামলে মাথা ঠান্ডা রেখে দিল্লিকে বহু কাঙ্খিত, মরসুমের প্রথম জয় এনে দেন অক্ষর ও ললিত। অক্ষর ১৯ রানে অপরাজিত থাকেন।


কোটলায় তারকার ছড়াছড়ি


ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মুখোমুখি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ও কলকাতা নাইট রাইডার্স (kolkata Knight Riders)। বৃষ্টির কারণে ম্যাচ কিছুটা দেরি করে শুরু হলেও তাতে খামতি হয়নি দর্শকদের উত্তেজনার। আর কেকেআর আর দিল্লি ক্যাপিটালসের এই দ্বৈরথে দর্শকাসনে হাজির রইলেন সোনম কপূর (Sonam Kapoor)। তিনি একা নন, সঙ্গী হলেন স্বামী আনন্দ আহুজা (Anand Ahuja)-ও। শুধু তাই নয়, সোনমের পাশে দেখা গেল অ্যাপেলের সিইও টিম কুককে (Apple CEO Team Cook)।


লুদ শাড়িতে দর্শকাসনে হাজির ছিলেন সোনম। সঙ্গে নিয়েছিলেন মানানসই হলুদ চাদর। কালো ফরম্যালে হাজির ছিলেন আনন্দও। ক্যামেরা তাঁদের দিকে তাক করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা। 


আরও পড়ুন: অধিনায়ক হিসাবে মাঠে ফিরেই একাধিক অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি