আমদাবাদ: এক রোমহর্ষক ম্যাচের মধ্যে দিয়ে শেষ হয়েছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চমবার আইপিএলের খেতাব জিতে নিয়েছে। আইপিএলের টুর্নামেন্ট শেষে যথারীতি টুর্নামেন্টের পুরস্কারও ঘোষণা করা দেওয়া হয়েছে। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই এ মরসুমের সেরা মাঠ ও পিচের তকমা পেল কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens)।


সেরা ইডেন


অতীতের মন্থর গতির পিচ এখন অতীত। চলতি মরসুমে ইডেনের বেশিরভাগ ম্যাচেই ব্যাটাররা সুবিধা পেয়েছেন। ব্যাটিং সহায়ক পিচে প্রচুর রানও উঠেছে। ইডেন অবশ্য একা নয়, ইডেনের পাশাপাশি মুম্বইয়ের ওয়াংখেড়েকেও যুগ্মভাবে সেরা মাঠ ও পিচের পুরস্কার দেওয়া হল। উভয় মাঠের মধ্য়েই ৫০ লক্ষ টাকার পুরস্কারমূল্য ভাগ করে দেওয়া হবে। তবে এই ইডেনের পিচ যতই সেরার পুরস্কার পাক না কেন, এই পিচ নিয়েই কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন কেকেআর অধিনায়ক নীতীশ রান।


নাইট অধিনায়ক নীতীশ বলেছিলেন, 'কেকেআর ছাড়া মনে হয়, টুর্নামেন্টের বাকি সব দল ঘরের মাঠের সুবিধা পায়। ওখানে যখন আমরা ব্যাটিং উইকেটে খেলি, তখন হেসে খেলে প্রতিটি ম্যাচেই ২০০-র বেশি রান করি। আবার মন্থর পিচে খেলা হলে রান তুলতে বেশ কষ্ট হয়। পিচের এই চরিত্র বদলের ফলে ব্যাটারদের বার বার নিজেদের সঙ্গে মানিয়ে নিতেও অসুবিধা হয়। বাকি দলগুলোকে এই সমস্যায় পড়তে হয় না।'


ঋদ্ধির ইতিহাস


বছর নয়েক আগে আইপিএলের ফাইনালে (IPL Final 2023) মাত্র ৫৫ বলে এক অবিস্মরণীয় ১১৫ রানের ইনিংস খেলেছিলেন ঋদ্ধিমান। সেবার পাঞ্জাব কিংস ফাইনালে পরাজিতই হয়েছিল। এবারের আইপিএল ফাইনালেও তাঁর দল গুজরাত টাইটান্স খেতাব হাতছাড়া করেছে, বটে এ ম্যাচেও ফের একবার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) প্রমাণ করে দিলেন তিনি ফুরিয়ে যাননি। তিনি বড় ম্যাচের খেলোয়াড়। শুধু একটি অর্ধশতরানের ইনিংসই খেললেন না, ইতিহাসও গড়লেন ঋদ্ধি।


আইপিএল ২০২৩-র ফাইনালে ৩৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেন ঋদ্ধি। এই ইনিংসের সুবাদেই এক সর্বকালীন আইপিএল রেকর্ড নিজের নামে করলেন ফেললেন পাপালি। শেন ওয়াটসনের রেকর্ড ভেঙে তিনিই এখন আইপিএল ফাইনালে শতরান বা অর্ধশতরান হাঁকানো সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড়। ঋদ্ধি মঙ্গলবার ৩৮ বছর ২১৭ দিনে তাঁর প্রাক্তন দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকান। এতদিন পর্যন্ত সবথেকে বেশি বয়সে (৩৭ বছর ৩২৯দিন) আইপিএল ফাইনালে শেন ওয়াটসনই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। কিন্তু সেই রেকর্ড এখন বাংলার ছেলেক দখলে।


আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা