সন্দীপ সরকার, কলকাতা: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচে প্রায় কোণঠাসা জায়গা থেকে দলকে বার করে জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন। ব্যাটে-বলে বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিদের বিরুদ্ধে ছিলেন কেকেআরের নায়ক। পরে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মাঠের বাইরে চলে যান শার্দুল ঠাকুর (Shardul Thakur)। যাঁকে মজা করে সকলে লর্ড শার্দুল বলে থাকেন।
টানা তিনটি ম্যাচ মাঠের বাইরে কাটানোর পর এবার কি কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম একাদশে দেখা যাবে মুম্বইয়ের ক্রিকেটারকে? কেকেআর শিবির সূত্রে যা খবর, তাতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শনিবার প্রথম একাদশে দেখা যেতে পারে শার্দুলকে। তিনি ম্যাচ ফিট হয়ে গিয়েছেন। শুক্রবার দলের ঐচ্ছিক অনুশীলনে এসেছিলেন শার্দুল। দীর্ঘক্ষণ নেটে বোলিং করেন ডানহাতি পেসার। বেশ কয়েকবার স্টাম্প ছিটকে দিতেও দেখা যায় তাঁকে।
জোরে বোলিং নিয়ে এমনিতেই উদ্বেগে নাইট শিবির। বিশেষ করে ভারতীয় পেসারদের নিয়ে।
বেঙ্গালুরুতে আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২১ রানে হারিয়ে দিলেও, কেকেআর টিম ম্যানেজমেন্টকে উদ্বেগে রাখছে জোরে বোলারদের ছন্দ। উমেশ যাদব আগের ম্যাচে ১ ওভারে ১৯ রান দিয়েছেন। বৈভব অরোরা ২ ওভারে খরচ করেছিলেন ২২ রান। শুভমন গিলরা যে রকম ছন্দে রয়েছেন, তাতে গুজরাতের বিরুদ্ধেও বিপাকে পড়তে পারে কেকেআরের পেস ব্যাটারি।
আর সেই কারণেই শার্দুলকে খেলানোর চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে নাইট শিবিরে। ডানহাতি পেসার খেলা মানে শুধু বল হাতে বৈচিত্র বাড়া তাই নয়, লোয়ার মিডল অর্ডার ব্যাটিংও আরও শক্তিশালী হয়ে পড়া। হাতে বড় শট রয়েছে। শার্দুল ব্যাট হাতে কতটা বিধ্বংসী হতে পারেন, আরসিবির বিরুদ্ধে ম্যাচে তা প্রমাণ করে দিয়েছিলেন। তাঁর ব্যাটেই ২ পয়েন্ট নিশ্চিত হয়েছিল কেকেআরের।
আরও পড়ুন: গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?
শনিবার শার্দুল খেললে কার জায়গায়? মনে করা হচ্ছে, বৈভব অরোরাকে বাদ দেওয়া হতে পারে। কেউ কেউ অবশ্য উমেশ যাদবের কথাও বলছেন। বিদর্ভের পেসারের এমন অবস্থা যে, তাঁকে আগের ম্যাচেই এক ওভারের বেশি বল করাতে পারেননি নীতীশ রানা। এমনিতেউ কেকেআর বোলিংয়ের মধ্যমণি সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও সুয়শ শর্মার স্পিন ত্রয়ী। সঙ্গে মিডিয়াম পেসার হিসাবে নজর কাড়ছেন আন্দ্রে রাসেলও।
শার্দুল প্রত্যাবর্তন ঘটানো মানে বোলিংকে আরও আঁটসাঁট করে ইডেনে নামবে কেকেআর।
আরও পড়ুন: 'ঘরের মাঠে' অ্যাওয়ে ম্যাচ! ইডেনে শুরুতেই ঝড় তুলতে চান ঋদ্ধিমান