সন্দীপ সরকার, কলকাতা: শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) চোট। লকি ফার্গুসনকে (Lockie Ferguson) নিয়ে উদ্বেগ। শাকিব আল হাসান, লিটন দাসদের প্রথম ম্যাচের আগে পাওয়া নিয়ে প্রশ্ন। এক ঝাঁক সমস্যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে যেন প্রাণ ফেরালেন দুজন। উমেশ যাদব (Umesh Yadav) ও শার্দুল ঠাকুর (Shardul Thakur)।
দুজনই শুক্রবার রাতে কলকাতায় পৌঁছে গিয়েছে। শনিবার মাঠেও হাজির হলেন। তবে বিদর্ভের পেসার উমেশ প্রস্তুতি ম্যাচে খেলেননি। তিনি কিছুক্ষণ মাঠে থেকে বেরিয়েও যান সতীর্থদের বেশ কিছুটা আগে। আইপিএলের আগে তরতাজা রাখতেই উমেশকে এদিনের ম্যাচে খেলাননি কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।
তবে শার্দুল নেমে পড়লেন মাঠে। তিনি প্রস্তুতি ম্যাচে বলও করলেন। যা দেখে কেকেআর শিবির বেশ চনমনে। একের পর এক চোট আঘাতের খবরের মাঝেই শার্দুলের মাঠে নেমে পড়া নাইটদের কাছে এক ঝলক অক্সিজেনের মতো।
কেকেআরের হয়ে আগেও খেলেছেন শার্দুল। মুম্বইয়ের তারকা গত আইপিএলে অবশ্য খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। গত আইপিএলে দিল্লির হয়ে কার্যকরী বোলিং করেন। ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন মুম্বইয়ের তারকা। এবার ১০ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে শার্দুলকে দলে ফিরিয়েছে কেকেআর। কলকাতায় কেকেআরের প্রস্তুতি শিবির শুরু হয়ে গেলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে ছিলেন বলে শুরুর দিকে থাকতে পারেননি শার্দুল। তবে শুক্রবারই তিনি কলকাতায় পৌঁছে যান। শনিবার প্র্যাক্টিসেও নেমে পড়েন।
নাইট পেস বোলিং বিভাগকে ভরসা দেওয়ার দক্ষতা রয়েছে মুম্বইয়ের ডানহাতি পেসারের। তবে গত আইপিএলে ওভার প্রতি ৯.৭৯ করে রান খরচ করেছিলেন শার্দুল। সেই ছবিটা পাল্টানোর জন্য বদ্ধপরিকর থাকবেন তিনি।
শ্রেয়স আইয়ারকে নিয়ে ধোঁয়াশা শনিবারও কাটল না। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে, অস্ত্রোপচার জরুরি। এমনকী, বেঙ্গালুরুতে অবস্থিত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) মেডিক্যাল টিমও জানিয়ে দিয়েছে, অস্ত্রোপচার করিয়ে নেওয়া উচিত। কিন্তু বোর্ডের পরামর্শ না-ও মানতে পারেন শ্রেয়স আইয়ার। মাঠে নামতে মরিয়া মুম্বইয়ের তারকা আয়ুর্বেদিক চিকিৎসা করিয়ে ব্যথা উপশমের চেষ্টা করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রের খবর।
আইপিএলে শ্রেয়সকে পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রবল উৎকণ্ঠায় রয়েছে কেকেআর। বুধ ও বৃহস্পতি, দুদিন ইডেন গার্ডেন্সে অনুশীলনের পর শুক্রবার ক্রিকেটারদের নেট সেশন থেকে বিশ্রাম দিয়েছিলেন কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। পরিবর্তে জিম সেশন রাখা হয়েছিল টিম হোটেলেই। নাইট শিবিরে সেদিনও শ্রেয়সকে নিয়ে চর্চা চলছে জোরকদমে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শ্রেয়সের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কেকেআর শিবিরও মুখে কুলুপ এঁটেছে।
আরও পড়ুন: মেজাজ হারিয়ে ছক্কা মারতে যেও না, রাসেলকে সতর্ক করলেন কেকেআরের কোচ