সন্দীপ সরকার, কলকাতা: সোমবার তখন সন্ধ্যে সাতটা। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন তিনি। গায়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের লাল-নেভি ব্লু রংয়ের টি-শার্ট। নেভি ব্লু ট্রাউজার্স। পায়ে সাদা স্নিকার্স। কানে ইয়ারপড। হাতের ছোট ট্রলি টেনে তিনি বাইরে বেরতেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জয়োধ্বনি। কোহলি... কোহলি... বিরাট কোহলি (Virat Kohli) নির্লিপ্ত চোখমুখে টিমবাসে উঠে গেলেন। সতীর্থদের সঙ্গে রওনা হলেন টিমহোটেলের উদ্দেশে।
দমদম থেকে ২০ কিলোমিটার দূরে, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) তখন নৈশালোকে চলছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্র্যাক্টিস। অনুশীলনে মগ্ন নীতীশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা। তিন বছর পর ঘরের মাঠে খেলতে নামছে কেকেআর। কিন্তু শহরের দুই প্রান্তের দুই ছবি দেখে বিভ্রান্ত হতে পারেন। ঘরের ম্যাচ কাদের! কেকেআরকে ঘিরে আগ্রহ রয়েছে। কিন্তু কোহলিকে ঘিরে যা হল, তা আবেগের বিস্ফোরণ। দেখে কে বলবে লোকটি আন্তর্জাতিক ক্রিকেটে আর ভারতের সেই আগ্রাসী অধিনায়ক নন, যিনি প্রতিপক্ষের চোখে চোখ রেখে মনস্তাত্ত্বিক যুদ্ধ লড়বেন। এমনকী, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্বও ছেড়ে দিয়েছেন। তবু কলকাতা কিংগ কোহলিকে নিয়ে আবেগপ্রবণ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোহলির ঝোড়ো ব্যাটিংয়ের রেশ এখনও সকলের চোখেমুখে। ইডেনে কোহলিকে বরণ করে নিতে প্রস্তুত ক্রিকেটপ্রেমীরা।
স্বাভাবিকভাবেই বৃহস্পতিবারের ম্যাচ ঘিরে টিকিটের হাহাকার। ইডেনের আশপাশে প্রচুর মানুষ টিকিটের খোঁজে ঘোরাঘুরি করছিলেন। যদি কোনওভাবে একটা অন্তত টিকিট পাওয়া যায়। সিএবি কর্তারা হাত তুলে দিচ্ছেন। অনলাইনে সব টিকিট নিঃশেষ। ক্লাবের টিকিট দিতেই নাজেহাল অবস্থা সিএবি কর্তাদের।
ক্রিকেটীয় দ্বৈরথের পাশাপাশি থাকছে দর্শক বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থাও। বৃহস্পতিবার ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বিশেষ লেজার শোয়ের ব্যবস্থা করছে কেকেআর। যেখানে ড্রোনের সাহায্যে রাতের আকাশে মায়াবি আলোর খেলা চলবে। সিএবির যুগ্ম-সচিব দেবব্রত দাস বলছিলেন, 'দুই ইনিংসের বিরতিতে একটি বিশেষ লেজার শো করবে কেকেআর। ৭ মিনিটের শোটি হবে খুব উচ্চমানের। সেই সময় স্টেডিয়ামের বাতিস্তম্ভ নিভিয়ে দেওয়া হবে।'
আর ইডেনে কেকেআরের ম্যাচ থাকলেই যে বি ব্লকের ব্যালকনির দিকে চোখ চলে যায় সকলের, সেখানে কি সেই বিখ্যাত মানুষকে দেখা যাবে? শাহরুখ খান, কেকেআরের মালিক, তিনি কি আরসিবি বনাম কেকেআর ম্যাচে মাঠে থাকবেন? কেকেআর শিবির থেকে বলা হল, এখনও কিছু জানাননি শাহরুখ। তাঁর 'ডাঙ্কি' সিনেমার শ্যুটিং চলছে। তাই বেশ ব্যস্ত বাদশা।
তাই বলে এসআরকে-শোয়ের সম্ভাবনা উড়িয়ে দেবেন না! কারণ, তিনি শাহরুখ খান। তিনি জনতার মন বোঝেন। আর সেই কারণেই আচমকা দুপুরে মনঃস্থির করে বিকেলের বিমান ধরে চলে আসতেই পারেন কলকাতায়। এমনিতেই সংস্কার মেনে তিনি ইডেনে কেকেআরের ম্যাচ শুরু হয়ে যাওয়ার সামান্য পরে মাঠে ঢোকেন।
তাই বিরাট-শো, ড্রোনের ম্যাজিক দেখার পাশাপাশি শাহরুখ 'পাঠান' খানকে এক দর্শন পাওয়ার অপেক্ষা ছাড়ছেন না বাংলার ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: একটা ভাল আইপিএল ধবনের সামনে বিশ্বকাপের দরজা খুলে দিতে পারে, বলছেন জাফর