সন্দীপ সরকার, কলকাতা: বৈশাখের ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল (IPL 2023) ম্যাচ আর কালবৈশাখীর রক্তচক্ষু যেন সমানুপাতিক।


২৩ এপ্রিল ইডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নাইটদের (KKR vs CSK) আগের ম্যাচেও ঝড়বৃষ্টির পূর্বভাস ছিল। অনেকে আশঙ্কা করেছিলেন, প্রকৃতির রুদ্ররোষে না ধোনি-শো ভেস্তে যায়।


যদিও সেই ম্যাচে বরুণদেব রক্ষা করেছিলেন। কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে বৃষ্টি হয়নি। সুষ্ঠুভাবেই ম্যাচ শেষ হয়েছিল। কেকেআরকে হারিয়ে দিয়েছিল সিএসকে।


শনিবার, কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স (KKR vs GT) ম্যাচে কী হবে? শনিবার দুপুর সাড়ে তিনটেয় ম্যাচ শুরু। টস দুপুর তিনটেয়। চলতি আইপিএলে মোট ৭টি হোম ম্যাচ খেলছে কেকেআর। যার মধ্যে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচটিই একমাত্র দুপুরে। বাকি ৬ ম্যাচই রাতের ম্যাচ। যে কারণে কেকেআর বনাম গুজরাত ম্যাচের টিকিটের জন্য হাহাকার চলছে।


আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, কেকেআর বনাম গুজরাত ম্যাচে থাবা বসাতে পারে বৃষ্টি। দুপুর ২টো থেকে বিকেল ৫টার মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে। যা হলে ধাক্কা খেতে পারে ম্যাচও। বৃহস্পতিবার বিকেলের বৃষ্টিতে গুজরাত টাইটান্সকে প্র্যাক্টিস বাতিল করতে হয়েছিল। শুক্রবার বৃষ্টি না হলেও, কোনওরকম ঝুঁকি নিতে চাননি ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়। গোটা মাঠ ঢেকে রাখা হয়েছে। সুজন জানালেন, ম্যাচের দিনও ৭০ জন মাঠকর্মী থাকবেন। তৈরি রাখা হচ্ছে তিনটি সুপার সপার। যাতে বৃষ্টি হলেও বারিধারা থামামাত্র দ্রুত ম্য়াচ শুরু করে দেওয়া যায়।                                       


আরও পড়ুন: গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?


শুক্রবার ম্যাচের আগের দিন ইডেনে (Eden Gardens) প্র্যাক্টিস করল দুই দলই। তবে কেকেআরের ঐচ্ছিক অনুশীলন ছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলেছিল যে দল, সেই একাদশের দুজন মাত্র ক্রিকেটার প্র্যাক্টিস করতে এসেছিলেন। ডেভিড উইজা ও এন জগদিশান। নীতীশ রানা, রিঙ্কু সিংহ বা বেঙ্কটেশ আইয়াররা কেউ মাঠমুখো হননি। তবে গুজরাত পুরো দল নিয়েই এসেছিল। দুই দফায় ইডেনে আসেন গুজরাত ক্রিকেটারেরা। প্রথম দফায় ঋদ্ধিমান সাহা, ডেভিড মিলার, শিবম মাভিরা মাঠে আসেন। তাঁরা মাঠে বেশ কিছুক্ষণ প্র্যাক্টিস করে ফেলার পর আরেকটি বাসে করে মাঠে আসেন রশিদ খান, হার্দিক পাণ্ড্যরা।          



আরও পড়ুন: কোন ইনিংসটি জাতীয় দলে ধোনির জায়গা পাকা করেছিল? নিজেই জানালেন ক্যাপ্টেন কুল