কলকাতা: আইপিএল শুরু হতে আর মাত্র ২ সপ্তাহ বাকি। তার আগে বাংলা ক্রিকেটের জন্য সুখবর। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে যোগ দিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায়। সাপোর্ট স্টাফ হিসাবে।
দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দলের সঙ্গে যুক্ত রয়েছেন সৌরভের অভিন্নহৃদয় বন্ধু সঞ্জয় দাস (Sanjay Das)। এবার যুক্ত হলেন সৌরভের আর এক ঘনিষ্ঠ বন্ধু জয়দীপ (Joydeep Mukherjee)।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ম্যানেজার হিসেবে যুক্ত হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায়। তবে আইপিএলের সংসারে নতুন নয়। এর আগে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বেশ কয়েক বছর যুক্ত ছিলেন। কেকেআরের ফিল্ডিং কোচও ছিলেন। তবে এই প্রথমবার কেকেআর ছাড়া অন্য কোনও দলের সঙ্গে আইপিএলের কাজ করবেন জয়দীপ।
আইপিএলের আগে কলকাতায় তৃতীয় প্রস্তুতি শিবির করছে দিল্লি ক্যাপিটালস। সৌরভের উদ্যোগেই কলকাতায় প্রস্তুতি সারছেন পৃথ্বী শ, সরফরাজ খান, মুকেশ কুমাররা। মঙ্গল ও বুধবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে হচ্ছে শিবির। সেখানেই জয়দীপকে দেখা গিয়েছে দিল্লির ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে। দিল্লি দলের ক্রিকেট ম্যানেজার হিসেবে দায়িত্ব সামলানোর পাশাপাশি অনুশীলনে ক্রিকেটারদের সাহায্য করবেন জয়দীপ। নেটে অনুশীলনের সময় ক্রিকেটারদের থ্রো ডাউন দেওয়া থেকে শুরু করে কার কোথায় কী ভুল হচ্ছে, সেগুলো সংশোধনের কাজও করবেন বাংলার প্রাক্তন ক্রিকেটার।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জয়দীপ আইপিএলে কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে বাংলা ক্রিকেট দলের অপারেশনস ম্যানেজার হিসেবে কাজ করেছেন। রঞ্জি ট্রফিতে ধারাভাষ্যকার হিসাবেও কাজ করেছেন জয়দীপ। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত তিনি।
ফাইনালে মুম্বই
উইমেন্স প্রিমিয়ার লিগের (Womens Premier Leaugue) প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গুজরাত টাইটান্সের (Gujrat titans) বিরুদ্ধে এদিনের ম্যাচে ৫৫ রানে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত কৌরের দল। ১৬৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১০৭ রানে শেষ হয়ে গেল গুজরাত টাইটান্সের ইনিংস।
রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় গুজরাত টাইটান্স। সোফিয়া ডাঙ্কলে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। সাব্বিনেনি মেঘনা ও হরলীন দেওল মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়া শুরু করেন। কিন্তু ২ জনের কেউই বড় রান করতে পারেননি। সাব্বিনেনি ১৬ ও হরলীন ২২ রান করে আউট হন। ক্যাপ্টেন স্নেহ রানা ২০ রান করেন। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। মুম্বই বোলারদের মধ্যে ন্যাট স্ক্রিভার ও হিলি ম্যাথিউজ ২ জনেই ৩টি করে উইকেট নেন। এই নিয়ে টানা ৫টি ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স।