কলকাতা: তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেট গড়াপেটার কালো ছায়া থেকে বেরিয়ে এসে টিম ইন্ডিয়ায় (Team India) রূপান্তরিত হয়েছিল। যুবরাজ সিংহ (Yuvraj Singh) থেকে শুরু করে হরভজন সিংহ (Harbhajan Singh), বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) থেকে শুরু করে জাহির খান (Zaheer Khan), তাঁর নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট পেয়েছিল একের পর এক মণিমাণিক্য। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবার ফাঁস করলেন জাতীয় দলের মজার কিছু গল্প।


জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানালেন, সতীর্থ জাহির খানকে কী নামে ডাকা হতো দলে।


'আইসপ্যাক। জাতীয় দলে ওর নাম ছিল আইসপ্যাক,' বলেছেন সৌরভ। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় একটি শোয়ে গিয়ে সৌরভ বলেন, 'জাহির খানের সব সময়ই কোনও না কোনও জায়গায় ব্যথা থাকত। ফাস্টবোলারদের যেমন হয় আর কী। কোনওদিন বলত ওর গোড়ালিতে ব্যথা। কোনওদিন বলত হাঁটুতে ব্যথা। তার পরের দিন বলত কোমরে ব্যথা। খেলার শেষে টিমবাসে ও যখন উঠত, ওর দুহাতে থাকত আইসপ্যাক। হয়তো একটা হাঁটুতে, আর একটা কাঁধে লাগানো। সে জন্য দলের সকলে ওকে আইসপ্যাক বলেই ডাকত।'


সৌরভ জানিয়েছেন, ম্যাচের আগে জাহিরকে নিয়ে রীতিমতো উদ্বেগে থাকতে হতো। সৌরভ হাসতে হাসতে বলেছেন, 'বাইরে খেলতে গেলে জোরে বোলার লাগত। ম্যাচের আগে আমি ওকে চারবার গিয়ে জিজ্ঞেস করতাম, জ্যাক, খেলতে পারবি তো? জাহির বলত, হ্যাঁ দাদা পারব। আমি বলতাম, তাহলে সব সময় আইসপ্যাক লাগিয়ে ঘুরিস কেন? এতে তো অধিনায়ক ও কোচ চিন্তায় থাকে নাকি! যে আমার প্রধান ফাস্টবোলার ফিট না আনফিট।'


আশিস নেহরাকে (Ashish Nehra) নিয়েও মজার কথা জানিয়েছেন সৌরভ। বলেছেন, 'নেহরাকে দল থেকে বাদ দিলে আমি জানতাম রাত সাড়ে দশটার পর ঘরের কলিং বেল বাজবেই। নেহরা এসে অবধারিতভাবে জিজ্ঞেস করবে, ও বাদ কেন। তারপর আগের ৭টা ম্যাচের পরিসংখ্যান দিত। আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এইরকমভাবে উইকেট পেয়েছি। পাকিস্তানকে এরকমভাবে আউট করেছি। আমি বলতাম তুই পরের ম্যাচে খেলবি। তাহলে এই ম্যাচে বাদ কেন? আমি ওকে বলতাম, এই ম্যাচ তো হয়ে গিয়েছে। আর তো তুই খেলতে পারবি না। নেহরা এইরকমই।' সৌরভ যোগ করেছেন, 'অনিল কুম্বলেকে বাদ দিলে ও আবার অন্যরকম প্রতিক্রিয়া দিত। ড্রেসিংরুমে ঘুরে বেড়াচ্ছে, মাঠে যাচ্ছে, কিন্তু কোনও কথা নেই। আবার হয়তো দুদিন পরে ঠিক হয়ে যেত।' সৌরভ জানিয়েছেন, অধিনায়ক হিসাবে ম্যান ম্যানেজমেন্টই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তিনি। আর তাতেই বাজিমাত করেছিল তাঁর টিম ইন্ডিয়া।


আরও পড়ুন: সেঞ্চুরি করে খোশমেজাজে, বিখ্যাত ডান্স গ্রুপের সঙ্গে কোহলির নাচ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল