সন্দীপ সরকার, কলকাতা: বুধবারের ইডেন গার্ডেন্স (Eden Gardens)। সবে মাঠে পা রেখেছেন তিনি। এগিয়ে গেলেন নীতীশ রানা (Nitish Rana)। হাত মেলালেন। গল্প করলেন খানিকক্ষণ। নীতীশ কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক।
প্র্যাক্টিসের শেষে তাঁকে ডেকে জড়িয়ে ধরলেন আন্দ্রে রাসেল। এগিয়ে এলেন সুনীল নারাইন। বেশ কিছুক্ষণ কথা হল ত্রয়ীর। রাসেল ও নারাইন কেকেআরের সেরা দুই বিদেশি।
গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংহের বিস্ফোরক ইনিংসের রেশ এখনও কাটেনি। সেই রিঙ্কু তাঁকে দেখামাত্রই এগিয়ে গেলেন। আলিঙ্গন করলেন। চলল গল্পও।
যাঁকে দেখে উষ্ণ অভ্যর্থনা জানালেন শাহরুখ খানের নাইটরা, তিনিই বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বোলারদের সবচেয়ে বড় কাঁটা হতে পারেন। রাহুল ত্রিপাঠি। যিনি দুরন্ত ছন্দে আছেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আগের ম্যাচে ৪৮ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে চলতি আইপিএলের প্রথম জয় উপহার দিয়েছেন।
নাইটদের সবচেয়ে বড় দুশ্চিন্তা হতে পারেন রাহুল। কারণ, শুধু ব্যাটার রাহুলই নন, কেকেআরকে ধাক্কা দিতে পারেন স্ট্র্যাটেজিস্ট রাহুলও। যিনি দু'মরসুম আগেও ছিলেন কেকেআর ব্য়াটিংয়ের ভরসা। ২০২১ সালে আইপিএলের ফাইনালে উঠে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছিল কেকেআর। সেই দলের ব্যাটিংয়ের অন্যতম প্রধান মুখ ছিলেন মহারাষ্ট্রের ক্রিকেটার। সদাহাস্যময়। বুধবার পুরনো সতীর্থকে দেখে উষ্ণতায় ভরিয়ে দিলেন কেকেআর ক্রিকেটারেরা। কিন্তু রাহুল কি বাইশ গজে আদৌ স্বস্তি দেবেন নাইটদের?
বুধবার সানরাইজার্স হায়দরাবাদ প্র্যাক্টিসের ছবি কিন্তু কেকেআর শিবিরকে উৎকণ্ঠায় রাখতে পারে। কারণ, নেটে বিধ্বংসী মেজাজে ছিলেন রাহুল। বেশ কয়েকটি বল গ্যালারিতে ওড়ালেন। তাঁকে সঙ্গে নিয়ে আলাদা করে কথা বলতে দেখা গেল হায়দরাবাদের কোচ, কিংবদন্তি ব্রায়ান লারাকেও।
হায়দরাবাদের সবচেয়ে বড় কাঁটা এই দলের অনভিজ্ঞতা। ভুবনেশ্বর কুমার, ময়ঙ্ক অগ্রবাল ছাড়া খুব বেশি অভিজ্ঞ তারকা নেই দলে। তবে কেকেআরের বিরুদ্ধে স্ট্র্যাটেজি তৈরির সময় রাহুলের মত বাড়তি গুরুত্ব পেতে পারে। নীতীশ হোক বা রিঙ্কু, রাসেল হোক বা নারাইন, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বিস্ফোরক হাফসেঞ্চুরি করা বেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে উমেশ যাদব - সকলের শক্তি কোথায়, দুর্বলতাই বা কোন কোন জায়গায়, ভালমতোই জানেন রাহুল। পাশাপাশি ইডেন গার্ডেন্সকে চেনেন হাতের তালুর মতো। তাই কেকেআরের বিরুদ্ধে হায়দরাবাদের কৌশল তৈরিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।
ঘরের মাঠে এক সময়কার ঘরের ছেলেই না কাঁটা হয়ে দাঁড়ায় কেকেআরের।
আরও পড়ুন: জানতামও না শেষ ওভারে কত রান দরকার ছিল, বলছেন কেকেআরের অবিশ্বাস্য জয়ের নায়ক