হায়দরাবাদ: তিনি হায়দরাবাদের ক্রিকেটার। তবে মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের (SRH vs MI) জার্সিতে ব্যাট করতে নেমেছিলেন তিনি। তাই বলে হায়দরাবাদের ক্রিকেট ঘরানার ছাপ তাঁর ব্যাটিংয়ে দেখা যাবে না, তা আবার হয় নাকি!


অবশেষে মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের ১৬তম ওভারে এল সেই মুহূর্ত। মায়াঙ্ক মারকাণ্ডের হাত থেকে একটি রং ওয়ান বেরল। বাঁহাতি ব্যাটারের লেগস্টাম্পের ইঞ্চি ছয়েক বাইরে পড়ল। তিলক বর্মা (Tilak Verma) কার্যত সব স্টাম্প ছেড়ে সরে দাঁড়ালেন। ব্যাক ফুট অনেকটা প্রসারিত হল। বলের লাইনে রইল সামনের পা। ঘূর্ণির সঙ্গে শট মারার জন্য প্রস্তুত তিলক। সঙ্গে হায়দরাবাদি স্পেশ্যাল। কব্জির মোচড়। এক্সট্রা কভারের ওপর দিয়ে বল বিদ্যুতের গতিতে দৌড়ল বাউন্ডারিতে। মনে হল, যেন মহম্মদ আজহারউদ্দিন বা ভি ভি এস লক্ষ্মণের ছবি দেখা গেল আয়নায়। 


অনেকের মনে হতে পারে, টেস্ট ম্যাচের শট। তবে তিলক বর্মার ইনিংসে টি-টোয়েন্টির মশলাও রয়েছে। শর্ট থার্ড ম্যানের ওপর দিয়ে মারকাণ্ডেকে রিভার্স স্যুইপেও বাউন্ডারি মেরেছেন বাঁহাতি তারকা। তার আগে মার্কো জানসেনের ব্লকহোলে ফেলা বলে হাঁটু গেড়ে বসে বাউন্ডারি মেরেছেন। 


মঙ্গলবার তিলক যখন ক্রিজে যান, মুম্বই ওভার প্রতি ৮ রানের সামান্য কম তুলছিল। ইনিংসের ১২তম ওভার। তখন সবেমাত্র একই ওভারে ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবকে হারিয়েছে। ১৭তম ওভারে তিলক যখন আউট হলেন, তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ১৭ বলে ৩৭ রান। মুম্বইয়ের রান রেট ৯-এর ওপরে। ক্যামেরন গ্রিনের শুরুর দিকে কিছুটা মন্থর ব্যাটিংয়ের খামতিও ঢেকে দেন তিলক। পরে ঝোড়ো ব্যাটিং করে যেন সেই ঋণ শোধ করেন গ্রিন। শেষ পর্যন্ত যে পিচে বল পড়ে ভালভাবে ব্যাটে আসছে না, সেখানেও দুশোর কাছাকাছি রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স।


মাঝের ওভারে মুম্বইয়ের ইনিংসের হাল ধরছেন তিলকই। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বইয়ের ব্যাটাররা মাঝের ওভারে (৭ থেকে ১৬ ওভারে) ৪৫ বলে ৫৯ রান তুলেছেন, তার মধ্যে ১৫ বলে ৩১ রান তিলকের। ২০২২ সাল থেকে আইপিএলে মাঝের ওভারে সবচেয়ে বেশি রান তিলক বর্মার। ১৩৭.৬৪ স্ট্রাইক রেটে ৪৭৯ রান। যেখানে ২০২২ সাল থেকে ধরে মাঝের ওভারে সবচেয়ে খারাপ স্ট্রাইক রেট মুম্বইয়ের ব্যাটারদের (১২২.৭১)।


২০ বছরের তারকাকে নিয়ে উচ্ছ্বসিত টম মুডি। যিনি এক সময় সানরাইজার্স হায়দরাবাদের কোচ ছিলেন। মুডি বলেছেন, 'ও একটা জেট প্লেন, তাই না? ওর ব্যাটিং দেখতে আমি ভালবাসি। বয়সের তুলনায় অনেক বেশি পরিণত।'


মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, 'গত মরসুমে তিলককে দেখেছি। ও প্রমাণ করেছে ও কী করতে পারে। সবচেয়ে ভাল লাগে ওর মানসিকতা। ও বোলারকে নয়, বল দেখে খেলে। সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। ওর বয়সে কারও কাছে এভাবে খেলা বেশ কঠিন। ওকে এখনও অনেক পথ যেতে হবে। হয়তো ভবিষ্যতে অন্য দলেও খেলবে।'


আরও পড়ুন: বিমানবন্দর থেকে চুরি দিল্লি ক্যাপিটালসের প্লেয়ারদের ব্য়াট, প্যাড, গ্লাভস, শুরু তদন্ত