কলকাতা: ফের বুড়ো হাড়ে ভেল্কি? ষোড়শ আইপিএলে (IPL 2023) পরপর দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসকে ধরে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)। শেষ ৫ ম্যাচের মধ্যে চারটি জিতেছে চেন্নাই সুপার কিংস।
শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে সিএসকে। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছেন ধোনিরা। ৮ পয়েন্ট তাঁদের ঝুলিতে। তবে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে সিএসকে। নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকার কারণে। সিএসকে-র নেট রান রেট +০.৩৫৫।
পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে গেল রাজস্থান। ৬ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। তাঁদের পয়েন্ট ৮। আগের ম্যাচে হারলেও তাঁদের নেট রান রেট ভাল। +১.০৪৩। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিতে সঞ্জু স্যামসনদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে লখনউ। ৬ ম্যাচ খেলে কে এল রাহুলদেরও পয়েন্ট ৮। ৪টি ম্যাচ জেতার সুবাদে। তবে নেট রান রেটে একটু পিছিয়ে লখনউ। রাহুলদের নেট রান রেট +০.৭০৯।
চারে রয়েছেন হার্দিক পাণ্ড্যরা। তাঁর দল তথা গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৫ ম্যাচে ৩টি জিতেছেন। হেরেছেন ২টি ম্যাচে। রান রেটে সামান্য পিছিয়ে গুজরাত। + ০.১৯২। শেষ তিন ম্যাচের মধ্যে অবশ্য দুটিতেই হেরেছে গুজরাত।
৬ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে বিরাট কোহলিরা। তাঁদের পয়েন্ট ৬। পাঁচ ম্যাচ খেলে মুম্বই ইন্ডিয়ান্সেরও পয়েন্ট ৬। তবে রান রেটে সামান্য পিছিয়ে রয়েছেন রোহিত শর্মারা। সেই কারণে মুম্বই রয়েছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। সাতে রয়েছে পাঞ্জাব কিংস। ৬ ম্যাচের মধ্যে তিনটি জিতে প্রীতি জিন্টার দলের পয়েন্ট ৬। কলকাতা নাইট রাইডার্স নেমে গিয়েছে আট নম্বরে । ৬ ম্যাচে ২টি জিতেছেন নীতীশ রানারা। ৪ পয়েন্ট রয়েছে কেকেআরের সাফল্যের ঝুলিতে। তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ (৪ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (২ পয়েন্ট)।
আরও পড়ুন: জেটের গতিতে উত্থান, ২০ বছরের তরুণই ফের স্বপ্ন দেখাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সকে