আমদাবাদ: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে গুজরাত টাইটান্স (Gujarat Titans) নিজের আইপিএল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ২০৭ রান তুলেছিল গুজরাত। জবাবে টপ অর্ডারের ব্যর্থতায় কোনও সময়ই ম্যাচে তেমন লড়াইই করতে পারেনি মুম্বই। শেষমেশ ৫৫ রানে পরাজিত হতে হয় পল্টনদের। গতবারের চ্যাম্পিয়ন গুজরাতের হয়ে নুর আমেদ (Noor Ahmed) তিনটি ও রশিদ খান (Rashid Khan) দুইটি উইকেট নেন। এই দুই আফগান স্পিনারদের দাপটেই মুম্বই পরাজিত হল।


শুরু থেকেই চাপে


এদিন শুরুতেই হার্দিক দ্বিতীয় ওভারেই মুম্বই অধিনায়ক রোহিত শর্মাকে দুই রানে সাজঘরে ফেরান। আরেক মুম্বই ওপেনার ঈশান কিষাণও ২১ বলে ১৩ রান করেই সাজঘরে ফেরেন। তাঁকে ও তিলক বর্মাকে (২) একই ওভারে সাজঘরে ফেরান তারকা স্পিনার রশিদ। ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল মুম্বই। সেই পরিস্থিতি থেকে মুম্বইকে উদ্ধার করার দায়িত্ব নেন সূর্যকুমার যাদব ও ক্যামেরন গ্রিন। কিন্তু ছন্দে দেখানো গ্রিনকে ৩৩ রানে ফেরান নুর আমেদ। একই ওভারে আরেক অজি তারকা টিম ডেভিডও শূন্য রানে আউট হন। সূর্যকুমারকেও ২৩ রানে তিনিই সাজঘরে ফেরান।


সপ্তম উইকেটে পীযূষ চাওলা ও নেহাল ওয়াদেরা ৪৫ রান যোগ করেন বটে। ওয়াদেরা ২১ বলে ৪০ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। তবে দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। মোহিত শর্মা ওয়াদেরাকে ফেরান মোহিত শর্মা। অর্জুন তেন্ডুলকর ১৩ রান করেন। কিন্তু শেষমেশ নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে মাত্র ১৫২ রানেই থেমে যায় পল্টনদের ইনিংস। ৫৫ রানের বিরাট ব্যবধানে জয় পায় গুজরাত। 


প্রথম ইনিংস 


এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শুরুটা অবশ্য গুজরাত একদমই ভালভাবে শুরুটা করতে পারেনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই ঋদ্ধিমান সাহাকে সাজঘরে ফেরত পাঠান অর্জুন তেন্ডুলকর। চার রানে সাজঘরে ফেরেন ঋদ্ধি। তিন নম্বরে ব্যাট করতে নেমে হার্দিক পাণ্ড্যও (Hardik Pandya) বড় রান করতে ব্যর্থ হন। মাত্র ১৩ বলে সাজঘরে ফেরেন তিনি। অবশ্য ঋদ্ধি ও হার্দিক অল্প রানে ফিরলেও শুভমন গিল কিন্তু দুরন্ত অর্ধশতরান করেন। ৩৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন শুভমন।


শুভমন ও বিজয় শঙ্কর ইনিংসটাকে ভালভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে পরপর দুই ওভারেই শুভমন ও বিজয় সাজঘরে ফেরেন। শুভমনকে ফেরান কুমার কার্তিকেয়া, বিজয়কে ১৯ রানে সাজঘরে ফেরান পীযূষ চাওলা। তবে ১০১ রানে চার উইকেট হারিয়ে ফেলার পর গুজরাতের ইনিংস সামাল দেন ডেভিড মিলার ও অভিনব মনোহর। পঞ্চম উইকেটে দুই তারকা ৩৫ বলে ৭১ রান যোগ করেন। তবে দুই তারকাই নিজেদের অর্ধশতরান হাতছাড়া করেন। মিলার ২২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। অভিনব মনোহর ২১ বলে ৪২ রান করেন। 


শেষের দিকে রাহুল তেওয়াটিয়া মাত্র পাঁচ বলে ২০ রান করেন তিনি। তিনটি ছক্কা হাঁকান গুজরাতের তারকা অলরাউন্ডার। তাঁর দৌলতেই দু'শো রানের গণ্ডি পার করে গুজরাত। এদিন বল হাতে মুম্বইয়ের হয়ে পীযূষ চাওলাই সর্বসেরা বোলিং করেন। নির্ধারিত চার ওভারে ৩৪ রানের বিনিময়ে দুই উইকেট নেন তিনি। এছাড়া অর্জুন, জেসন বেরেনডর্ফ, রাইলি মেরিডিথ ও কুমার কার্তিকেয়া একটি করে উইকেট নেন।


আরও পড়ুন: ধোনি, কার্তিকদের বিশেষ তালিকায় নাম লেখালেন ঋদ্ধি, পেলেন স্মারকও