IPL 2023: 'ওঁর বিরুদ্ধে হারলেও দুঃখ নেই', আইপিএল ফাইনালে পরাজিত হয়েও ধোনি-আবেগে ভাসলেন হার্দিক
Mahendra Singh Dhoni গুজরাত টাইটান্সকে হারিয়ে অধিনায়ক হিসাবে রেকর্ড পঞ্চম আইপিএল খেতাব জিতে নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি।
আমদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস ফাইনাল শেষে রেকর্ড পঞ্চমবার আইপিএল (IPL 2023) খেতাব জিতে নিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। এই নিয়ে রেকর্ড পঞ্চমবার আইপিএল খেতাব জিতে নিল সিএসকে। তবে সিএসকের জয়, রবীন্দ্র জাডেজার নায়কোচিত ইনিংস, মোহিত শর্মার শেষ ওভার, আম্বাতি রায়াডুর অবসর, সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দ্রুতে কেবল একজন। তিনি মহেন্দ্র সিংহ ধোনি।
হারলেও নেই দুঃখ
এ মরসুমে গোটা আইপিএলই সাক্ষী থেকেছে মাহিম্যানিয়ার। ফাইনালেও গ্যালারি থেকে উঠেছে 'ধোনি, ধোনি' রব। অনেক বিশেষজ্ঞই ধোনির সঙ্গে অধিনায়ক হার্দিকের (Hardik Pandya) মিল খুঁজে পান। হার্দিক নিজেও বারংবার ধোনিকে নিজের আইডল বলেছেন। তাঁর বিরুদ্ধে হেরেও, তাই কোনওরকম রাখঢাক না রেখেই গুজরাত অধিনায়ক স্পষ্ট বলে দিতে পারেন, 'ওঁর বিরুদ্ধে হারতে হলেও দুঃখ নেই।' ধোনিকে তাঁর জীবনে দেখা সেরা মানুষগুলির অন্যতম ধোনি বলেও দাবি করেন হার্দিক।
ম্যাচ শেষে গুজরাত অধিনায়ক বলেন, 'আমি ওঁর (ধোনি) জন্য খুবই খুশি। এটা ওঁর নিয়তিতেই লেখা ছিল। ওঁর বিরুদ্ধে হারতে হলেও দুঃখ নেই। ভাল লোকেদের সঙ্গে সবসময় ভালই হয় এবং আমার পরিচিতদের মধ্যে ওঁ অন্যতম সেরা। বিধাতা এর আগে আমার প্রতি বহুবার সদয় হয়েছেন, তবে আজকের রাতটা ওঁর ছিল।'
ম্যাচের বিষয়ে কথা বলতে গিয়ে হার্দিকের বক্তব্য, 'আমাদের দল ভীষণই শক্তিশালী এবং আমরা মাঠে নিজেদের সর্বস্বটা উজাড় করে দিই। শেষ বল পর্যন্ত আমরা যে লড়াকু মনোভাবটা দেখিয়েছি, তার জন্য ভীষণ গর্বিত। অজুহাত দেব না, সিএসকে আজ বেশি ভাল খেলেছে। ব্যাটিংটা আমরা আজ ভালই করেছি, বিশেষ করে সাই দারুণ খেলেছে। এই স্তরে এমন ক্রিকেট খেলাটা সহজ নয়। আমরা দলের সকলের পাশে থাকার চেষ্টা করি, ওদের উজ্জীবিত করার চেষ্টা করি যাতে মাঠে নেমে ওরা নিজেদের সেরাটা দিতে পারে। তবে তাদের সাফল্যটা তাদের ব্যক্তিগত সাফল্যই। মোহিত, শামি, রশিদ যেভাবে পারফর্ম করেছে, আর কিছু বাড়তি চাওয়ার থাকে না।'
মাহিম্যানিয়ায় কাবু টাইটান্সও
ধোনিবন্দনায় শুধু হার্দিক নয়, মজে গুজরাত টাইটান্সও। ম্যাচের পর গুজরাত নিজেদের সোশ্যাল মিডিয়ায় লেখে, 'আমরা জানতাম এই রূপকথার ফাইনালে আমাদের শুধু আপনার জিনিয়াস নয়, লড়াই করতে হবে হাজার হাজার হলুদব্রিগেডের ভালবাসা ও আবেগের বিরুদ্ধেও। আজকের ম্য়াচ হারলেও আমাদের ভিতরের ছোট্ট বাচ্চাটা আপনাকে ট্রফি হাতে দেখে সবসময়ে মতো আজও খুশি।'
আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা