আমদাবাদ: তাঁর কাছে টিপস নেওয়ার জন্য ছুটে আসেন মহাতারকারাও, তাঁর মহিমায় গুণমুগ্ধ ক্রিকেটবিশ্ব, এমনকী তাঁর বিরুদ্ধে হেরেও প্রতিপক্ষরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন। ঠিক এমনই এক ছবি দেখা গেল এ মরসুমের আইপিএল ফাইনালের (IPL Final 2023) পর। আমদাবাদে এক নাটকীয় ফাইনালের পর পাঁচ উইকেটে গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) হারিয়ে রেকর্ড পঞ্চম আইপিএল খেতাব নিজের নামে করে ফেলেছে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তবে ফাইনাল হেরেও, তাঁর বন্দনায় গুজরাত।
মাহিময় প্রতিপক্ষও
এ মরসুমে শুধু চিপক নন, ধোনি যেখানে খেলতে গিয়েছেন সেখানেই দেখা গিয়েছে 'হলুদঝড়'। প্রতিপক্ষের ঘরের মাঠেও 'ধোনি, ধোনি' রব উঠেছে। আইপিএল ফাইনালটা গুজরাতের ঘরের মাঠ আমদাবাদে হলেও, সেখানেও এর অন্যথা হয়নি। কেবল ধোনিকে দেখবেন বলেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কত লোকই না ভিড় জমিয়েছিলেন। ব্যাট হাতে ব্যর্থ হলেও, দিনের শেষ খেতাব জিতল তাঁর নেতৃত্বধীন সিএসকেই। যাদের হারালেন, সেই গুজরাতই ম্যাচ শেষে ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিলেন।
ম্যাচের পর গুজরাত নিজেদের সোশ্যাল মিডিয়ায় লেখে, 'আমরা জানতাম এই রূপকথার ফাইনালে আমাদের শুধু আপনার জিনিয়াস নয়, লড়াই করতে হবে হাজার হাজার হলুদব্রিগেডের ভালবাসা ও আবেগের বিরুদ্ধেও। আজকের ম্য়াচ হারলেও আমাদের ভিতরের ছোট্ট বাচ্চাটা আপনাকে ট্রফি হাতে দেখে সবসময়ে মতো আজও খুশি।'
ভবিষ্যৎ আপডেট
ফাইনাল শেষে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আপডেট দেন ধোনি। তিনি বলেন, 'পরিস্থিতির বিচারে এটাই অবসর নেওয়ার সেরা সময়। আমি এ মরসুমে যেখানেই গিয়েছি, সেখানে খেলতে গিয়ে এত ভালবাসা, সমর্থন পেয়েছি যে এর পরে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়াটা সহজ। আমার কাছে কঠিন কাজ হল আরও নয় মাস খাটা খাটনি করে নিজেকে নয় মাস ধরে প্রস্তুত করা এবং আরও একটি আইপিএল মরসুম খেলা। সত্যি বলতে অনেকটাই আমার শরীরের ওপর নির্ভরশীল। আমার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছয়-সাত মাস রয়েছে। আমার জন্য এটা সহজ হবে না। তবে এটা আমার তরফ থেকে সকলের জন্য একটা উপহার হবে। সকলে আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন, তার জন্য আমারও তাঁদের কিছু ফিরিয়ে দেওয়াটা কর্তব্য।'
আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা