আমদাবাদ: আজ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans) একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচেই তৈরি হল নতুন ইতিহাস। আইপিএলে (IPL) প্রথমবার দুই ভাই অধিনায়ক হিসাবে একে অপরের মুখোমুখি হলেন। এদিন গুজরাতের হয়ে টস করতে নামেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও লখউয়ের নেতা হিসাবে টস করতে নামেন তাঁর দাদা ক্রুণাল (Krunal Pandya)। ম্যাচে টসের সময়ই আবেগপ্রবণ হয়ে পড়েন হার্দিক। 


আবেগপ্রবণ হার্দিক


চোটের কারণে লখনউয়ের নিয়মিত অধিনায়ক কেএল রাহুল শুধু আইপিএল নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গিয়েছেন। তাঁর বদলে ক্রুণালকেই বাকি মরসুমের জন্য নেতা নির্বাচিত করেছে লখনউ। সেই মতোই এদিন গুজরাতের হয়ে টস করতে নামেন ক্রুণাল। টসের সময় দুই ভাইকে বেশ খোশমেজাজে গল্প করতে দেখা যায়। তবে ম্যাচে টসের সময়ই খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন হার্দিক। গুজরাত অধিনায়ক বলেন, 'আমাদের বাবা আজ নিঃসন্দেহে খুবই গর্বিত হবেন। আজকের দিনটা আমাদের পরিবারের জন্য একটি বিশেষ দিন।' প্রসঙ্গত, হার্দিক ও ক্রুণালের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২১ সালের ১৬ জানুয়ারি পরলোক গমন করেন।


এদিন ম্যাচে অবশ্য অধিনায়ক বদলালেও লখনউয়ের ভাগ্য বদলাল না। বিগত তিন বারের মতোই এবারেও ফের একবার লখনউয়ের বিরুদ্ধে জয় পেল গুজরাত। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত ৫৬ রানের বিরাট বড় ব্যবধানে এই ম্যাচে জয় পায়। 


 






লিগ শীর্ষে গুজরাত


এই জয়ের সুবাদে লিগ শীর্ষে গুজরাত নিজেদের দাপট অব্যাহত রাখল। ১১ ম্যাচের মধ্যে আটটি ম্যাচ জিতে গুজরাতের দখলে বর্তমানে ১৬ পয়েন্ট রয়েছে। হার্দিক পাণ্ড্যর দল এই জয়ের সুবাদে প্লে-অফের দিকে এক পা বাড়িয়েই রাখল। অপরদিকে, সমসংখ্যক ম্যাচ খেলে লখনউ পাঁচটি জয় ও পাঁচটি হারের ফলে লিগ তালিকায় তিন নম্বরেই রয়েছে। লখনউয়ের একটি ম্যাচ বৃষ্টির জন্য অমীমাংসিতই শেষ হয়। তাঁদের দখলে আপাতত ১১ পয়েন্ট রয়েছে।


আরও পড়ুন: অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না