কলকাতা: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুরন্ত জয়ে কলকাতা নাইট রাইডার্স প্লে-অফের আশা বজায় রাখল। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসকে পর্যুদস্ত হতে হল। এক নজরে আইপিএলের সেরা ৫ খবর।


কেকেআরের দুরন্ত জয়


১৪৫ রান তাড়া করতে নেমে রিঙ্কু-রানার ব্যাটে ভর করে নয় বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল কেকেআর। রিঙ্কু ও রানা উভয়েই ৫৪ রান করেন। এই জয়ের ফলে কেকেআরের প্লে-অফে পৌঁছনোর আশা বজায় রাখল কেকেআর


রাজস্থানকে হারাল আরসিবি


১৭২ রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ব্যাটাররা কেউই লড়াইই করতে পারল না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) মাত্র ৫৯ রানেই শেষ হয়ে গেল রাজস্থানের ইনিংস। আরসিবির হয়ে তিন উইকেট নিলেন ওয়েন পার্নেল (Wayne Parnell)। ১১২ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে প্লে-অফের লড়াইয়ে প্রবলভাবে ফিরে এলেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। 


যুবরাজকে শতরান উৎসর্গ


দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শনিবার ফিরোজ শাহ কোটলায় চোখধাঁধানো এক শতরানের সকলকেই মন্ত্রমুগ্ধ করে রাখেন পাঞ্জাব কিংসের (Punjab Kings) প্রভসিমরন সিংহ (Prabhsimran Singh)। ইনিংসের শুরুটা মন্থরভাবেই করেন পাঞ্জাবের ওপেনার। তবে প্রথম অর্ধশতরানটা মন্থর গতিতে করলেও দ্বিতীয় অর্ধশতরানটা আগ্রাসী মেজাজে ব্যাট করেই পূর্ণ করেন তিনি। মাত্র ৬৫ বলে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। ১ ঘণ্টা ২৭ মিনিটের ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা মেরেছেন তিনি।


প্রভসিমরনের ইনিংসে ভর করেই সাত উইকেটের বিনিময়ে ১৬৭ রান তোলে পাঞ্জাব কিংস। ৩১ রানে দিল্লি ক্যাপিটালসকে হারায় পাঞ্জাব কিংস। ম্যাচের পরেই নিজের দুরন্ত অর্ধশতরানের ইনিংস প্রভসিমরন উৎসর্গ করেন প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিংহকে।


তিনি বলেন, 'শতরান তো সবসময়ই বিশেষ হয়। দু'টো শতরানই (পাঞ্জাবের হয়ে একটি ও ঘরোয়া ক্রিকেটে একটি) আমার কাছে বিশেষ অনুভূতির। তবে আজকের শতরানটি আরও উচ্চস্তরে হাঁকিয়েছি, তাই এটা একটু বেশিই স্পেশাল বলাই যায়। আমি এই শতরানটা যুবি পাজি (যুবরাজ সিংহ) ও আমার দাদুকে উৎসর্গ করতে চাই। প্রথম শতরান সবসময়ই তো বিশেশ অনুভূতির হয়। আমি এভাবেই যাতে ধারাবাহিকভাবে রান করতে যেতে চাই এবং অবশ্যই দলকে প্লে-অফেও তুলতে চাই।'


অপ্রীতিকর ঘটনা


শনিবার হায়দরাবাদের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। কিন্তু এই ম্যাচ ক্রিকেটের পাশাপাশি অন্য এক কারণেও শিরোনাম কেড়ে নিয়েছে। ম্যাচ শেষে লখনউয়ের ফিল্ডিং কোচ জন্টি রোডস (Jonty Rhodes) অভিযোগ তোলেন যে ফিল্ডিং করার সময় দর্শকদের ছোড়া এক বস্তু লখনউ তারকা প্রেরক মাঁকড়ের (Prerak Mankad) মাথায় লাগে।


ম্যাচ চলাকালীনই লখনউ ডাগ আউট ও সেই ডাগ আউটের কাছে থাকা সানরাইজার্সের দর্শকদের মধ্যে গোল বাধে। সেই সময়ই দর্শকাশন থেকে ছোড়া এক বস্তু মাঁকড়ের মাথায় লাগে বলে জানান জন্টি। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'ওরা ডাগ আউট নয়, খেলোয়াড়দের আঘাত করছিল। প্রেরক মাঁকড় লগ অনে ফিল্ডিং করার সময় ওর মাথাতেও আঘাত করা হয়। এটা একেবারে কাম্য নয়।'


দেশের জার্সিতে যশস্বী?


আইপিএলে দুর্দান্ত পারফর্ম। অরেঞ্জ ক্যাপের দৌড়ে ভীষণভাবে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এখনও পর্যন্ত ঝুলিতে ৫৭৫ রান পুরে নিয়েছেন। রয়েছে চলতি মরসুমে যে কোনও ব্যাটারের করা সর্বোচ্চ রানও। এছাড়াও এই মুহূর্তে আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও জয়সওয়ালের ঝুলিতে। অনেকেই জাতীয় দলে যশস্বীকে দেখতে চাইছেন। সেই জল্পনাই এবার উসকে দিলেন রবি শাস্ত্রী।


ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, ''নির্বাচকরা কিন্তু খুব কাছ থেকে জয়সওয়ালের ব্যাটিং, ওর পারফরম্যান্স পরখ করছেন। আমি নিশ্চিত খুব তাড়াতাড়িই জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে জয়সওয়ালকে। সবচেয়ে ভাল বিষয় হল নিজের কেরিয়ার গ্রাফটা দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে চলেছে ও। টাইমিংও আসাধারণ। জয়সওয়ালের ভবিষ্যৎ অসাধারণ।'' ১২ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৫৭৫ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। ১টি সেঞ্চুরি ও ৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন জয়সওয়াল। ৫২.২৭ গড়ে ব্যাটিং করেছেন যশস্বী। ১৬৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন জয়সওয়াল। 


আরও পড়ুন: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার