গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ফলতায় ৩ বিজেপি কর্মী, সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ডায়মন্ডহারবার মডেলে বিনা লড়াইয়ে পঞ্চায়েত দখলের ছক, ঘটনার নিন্দা করে ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে গেরুয়া শিবির।  ঘটনার সঙ্গে দলের যোগ নেই, দাবি তৃণমূলের।


পীঠে কালশিটের দাগ। চোখেমুখে আতঙ্ক। যন্ত্রণায় কাতরাচ্ছেন। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। বেডে শুয়ে ছটফট করছেন, এক বিজেপি কর্মী। অভিযোগ, দলীয় সভার ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করায় তাঁকে বেধড়ক মারধর করেছেন তৃণমূল (TMC) কর্মীরা। রাজু মিস্ত্রির পাশাপাশি বাঁশ-রড দিয়ে মারধর করা হয়েছে এলাকার আরও ২ বিজেপি কর্মীকেও। পাশাপাশি আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ আক্রান্তদের। ফলতার বিজেপি কর্মী রাজু মিস্ত্রি বলেছেন, 'বলেছে তোকে মার্ডার করব, ডাইরেক্ট শ্যুট করব। আমার সাথে যারা যারা, যোগাযোগ রাখে, আমাদের আত্মীয় স্বজনকেও মারার হুমকি দিচ্ছে। খুব মারধর করেছে, গলায় পা তুলে দিয়েছে'।


দক্ষিণ ২৪ পরগনার ফলতার (Falta) এই ঘটনার প্রকাশ্যে আসার পর চড়ছে রাজনীতির পারদ। ডায়মন্ডহারবার মডেলে বিনা লড়াইয়ে পঞ্চায়েত দখলের ছক, ঘটনার নিন্দা করে ট্যুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির দাবি, গত ১৯ মে সোশাল মিডিয়ায় ফলতার বুরুলে দলীয় সভার ছবি শেয়ার করেছিলেন কর্মী, সমর্থকরা। তার জেরেই ওই ৩ বিজেপি কর্মীকে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর ফলতা থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এসপি অফিস ঘেরাওয়ের হুমকি দিয়েছে গেরুয়া শিবির।


ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি সুফল ঘাটু বলেছেন, 'তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে। দিনের পর দিন তৃণমূলের সন্ত্রাস চলছে। বিজেপি করায় হামলা চলছে। নিষ্ক্রিয় পুলিশ। ব্যবস্থা না নিয়ে আমরা এসপি অফিস ঘেরাও করব'। পাল্টা ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মনমোহিনী বিশ্বাস বলেছেন, 'পারিবারিক বিষয়ে ঝামেলা, অকারণ তৃণমূলকে জড়ানো হচ্ছে। দলের সঙ্গে কোনও যোগ নেই। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।'


আরও পড়ুন- থমথমে ব্যারাকপুর, শুটআউট কাণ্ডে এখনও অধরা দুষ্কৃতীরা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রাজ্যে


হামলার ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ সুপার ও এসডিপিও-র কাছে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত বিজেপি কর্মীরা। বর্তমানে গুরুতর জখম অবস্থায় ডায়মন্ডহারবার হাসপাতালে চিকিৎসাধীন ৩ বিজেপি কর্মী। 


আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি