কলকাতা: ইডেনে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (KKR) ম্যাচ মানেই সকলের নজর অবধারিতভাবে চলে যায় বি ব্লকের ব্যালকনিতে। যেখানে দাঁড়িয়ে ম্যাচ দেখেন শাহরুখ কিংগ খান (Shah Rukh Khan)। চলতি আইপিএলে ইডেনে কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ দেখেছিলেন শাহরুখ। তারপর থেকে আসেননি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নাইটদের মরণ-বাঁচন ম্যাচে কি আসবেন শাহরুখ? সকলের নজর ছিল সেদিকে।
কিন্তু ম্যাচ শুরু হতেই দেখা গেল, বি ব্লকের বিখ্যাত সেই ব্যালকনিতে হাজির বলিউডের সুন্দরী। জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। কলকাতায় এসেছেন সলমন খানের 'দবং ট্যুর'-এর জন্য। ১৩ মে ইস্টচবেঙ্গল মাঠে অনুষ্ঠান। তার ২ দিন আগে ইডেনে হাজির জ্যাকলিন। পরনে কালো স্লিভলেস টি শার্ট। যার বুকে নাইটদের লোগো। ডেনিম স্কার্ট। দর্শকরা জয়োধ্বনি দিলেন। সেলফির আব্দার এল। ব্যালকনি থেকে নিজের মোবাইলে সেলফি তুললেন অভিনেত্রী।
ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। কখন যে কী ঘটে যাবে, পূর্বাভাস করা দুষ্কর।
কিন্তু তাই বলে কলকাতা নাইট রাইডার্স (KKR vs RR) শিবির কি ভাবতে পেরেছিল যে, ঘূর্ণির ফাঁদ ব্যাটের চাবুকে ছিন্নভিন্ন করে দেবেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)? যে পিচে রানের জন্য মাথা খুঁড়ে মরছিলেন কেকেআর ব্যাটাররা, সেখানে আইপিএলের দ্রুততম হাফসেঞ্চুরি করে যাবেন যশস্বী?
কেকেআর শুধু ৯ উইকেটে পরাস্তই হল না, তাদের প্লে অফ স্বপ্নও এত জোরে ধাক্কা খেল যে, কোমায় চলে যাওয়ার পরিস্থিতি। ৪১ বল বাকি থাকতে পরাজয় মানে এক লাফে নাইটদের রান রেট নেমে গেল -০.৩৫৭ তে। খাতায় কলমে প্লে অফের দরজা বন্ধ হয়ে যায়নি। কিন্তু এখান থেকে প্লে অফে যাওয়া মানে খালি পায়ে এভারেস্টে চড়ার মতো অলৌকিক।
প্রথমে ব্যাট করে কেকেআর তুলেছিল ১৪৯/৮। ৪২ বলে ৫৭ রান করে কেকেআরের সর্বোচ্চ স্কোরার বেঙ্কটেশ আইয়ার। প্রথম ১২ বলে ২ রান করেছিলেন। তারপর হাফসেঞ্চুরি করে কেকেআরের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গিয়েছিলেন। মনে করা হয়েছিল, ইডেনের অপেক্ষাকৃত মন্থর পিচে নাইটদের স্পিনাররা কামাল করবেন। বৃহস্পতিবার আবার একজন পেসারকে বসিয়ে বাড়তি স্পিনার খেলাল কেকেআর। বৈভব অরোরার জায়গায় অনুকূল রায়। সঙ্গে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মা। ভরা ইডেন ভেবেছিল, রাজস্থানের প্রাণ ওষ্ঠাগত করে দেবে কেকেআর। স্বল্প রানের পুঁজি নিয়েও।
যদিও দেড়শো রানের লক্ষ্যকে রাজস্থান খুব একটা লড়াই করার মতো স্কোর বলে মনেই করেনি। বরং বেআব্রু করে দিল কেকেআরের যাবতীয় নকশাকে। প্রথম ওভারে বল করতে এসে প্রতিপক্ষকে চমক দিতে চেয়েছিলেন নীতীশ রানা। কেকেআর ক্যাপ্টেন প্রথম ওভারে খৎচ করলেন ২৬ রান। ১৩.১ ওভারে জেতার রান তুলে নিল রাজস্থান। মাত্র ১ উইকেট খুইয়ে।
আরও পড়ুন: ABP Exclusive: রিঙ্কু ভাই যে কোনও জায়গা থেকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, বলছেন কেকেআরের নতুন অস্ত্র