কলকাতা: ধর্মশালায় মরণ-বাঁচন ম্যাচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও পাঞ্জাব কিংস একে অপরের মুখোমুখি হয়েছিল। স্য়াম কারানের ৪৯ ও জীতেশ শর্মার ৪৪ রানের ইনিংসে ভর করে পাঞ্জাব কিংস (Punjab Kings) ১৮৭ রান তুলেছিল। জবাবে যশস্বী জয়সওয়ালের ৫০ ও শেষের দিকে শিমরন হেটমায়ারের আগ্রাসী ৪৬ রানের ইনিংসে ভর করে রাজস্থান রয়্যালস দুই বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে নেয়। পরাজয়ের ফলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাঞ্জাব কিংস, তবে এই ম্যাচ জিতেও কিন্তু রাজস্থানের ভাগ্য ঝুলে থাকল।
বর্তমানে লিগ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট রয়েছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দলের দখলে। তবে তাঁরা নেট রান রেটে এখনও আরসিবির থেকে পিছিয়েই রয়েছে। আরসিবির নেট রান রেট ০.১৮০। রাজস্থানকে আরসিবির নেট রান রেট টপকে যেতে হলে ১৮.৩ ওভারে ম্যাচ জিততে হত। তবে রাজস্থান সেই নির্ধারিত সময়ে ম্যাচ জিততে ব্যর্থ হওয়ায় তাঁরা লিগ তালিকার প্রথম চারে প্রবেশ করতে পারল না। আরসিবি যদি নিজেদের শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হয়, একমাত্র তবেই রাজস্থান প্লে-অফে পৌঁছতে পারে।
অপরদিকে, ১৪ ম্যাচে ছয়টি জয়ের সুবাদে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় আট নম্বরে শেষ করল। দিল্লি ক্যাপিটালস ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত লিগে নয় নম্বরে। সানরাইজার্স হায়দরাবাদ আট পয়েন্ট নিয়ে লিগের লাস্টবয়। উভয় দলই ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স ১২ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় পাঞ্জাবের ঠিক উপরে সাত নম্বরে রয়েছে। আপাতত, লিগ তালিকার প্রথম চারে রয়েছেন গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস ও আরসিবি।
গুজরাত ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট আপাতত লিগ শীর্ষে। হার্দিক পাণ্ড্যর দলই একমাত্র দল হিসাবে প্লে-অফে পৌঁছে গিয়েছে। সিএসকে ও লখনউ উভয়ের দখলেই ১৫ পয়েন্ট রয়েছে। তবে সিএসকের নেট রান (০.৩৮১) লখনউয়ের (০.৩০৪) থেকে বেশি হওয়ায় তারা এগিয়ে। লিগ তালিকায় ছয় নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পল্টনদের দখলে ১৪ পয়েন্ট রয়েছে। তাঁদের নেট রান রেট -০.১২৮, রাজস্থানের থেকে কম হওয়ায় আপাতত তাঁরা রাজস্থানের পিছনেই রয়েছে।
আরও পড়ুন: সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কেমন সুইমিং পুল বেছে নেওয়া উচিত ?