কলকাতা: আর দিন কয়েকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। নতুন মরসুমে আবারও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জার্সিতে ইডেন গার্ডেন্স মাতাতে দেখা যাবে শাকিব আল হাসানকে (Shakib al Hasan)। তবে তাঁর আগে আজ শাকিবের জন্মদিনে নাইট শিবিরে অতীতে শাকিবের বেশ কয়েকটি মুহূর্তের ফুটেজ বের করে তাঁকে কেকেআরের তরফে শুভেচ্ছা জানানো হল।
শাকিবকে শুভেচ্ছা
আজ, ২৪ মার্চ, শুক্রবার, ৩৬-এ পা দিলেন বাংলাদেশের মহাতারকা শাকিব আল হাসান। শাকিবের জন্মদিনে তাঁর অনুরাগীরা, তাঁর সতীর্থরা বাংলাদেশি তারকাকে শুভেচ্ছায় ভাসান। বাদ যায়নি কেকেআরও। দিনের শুরুর দিকেই কেকেআর ম্য়ানেজমেন্টের তরফে শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি কার্ড তো পোস্ট করা হয়ই। পরের দিকে শাকিবের অতীতে নাইট শিবিরে কাটানো একাধিক মুহূর্তের ভিডিও কোলাজ করে নাইটদের তরফে সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করা হয়।
অস্ত্রোপ্রচার নয়
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে, অস্ত্রোপচার জরুরি। এমনকী, বেঙ্গালুরুতে অবস্থিত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) মেডিক্যাল টিমও জানিয়ে দিয়েছে, অস্ত্রোপচার করিয়ে নেওয়া উচিত। কিন্তু বোর্ডের পরামর্শ না-ও মানতে পারেন শ্রেয়স আইয়ার। মাঠে নামতে মরিয়া মুম্বইয়ের তারকা আয়ুর্বেদিক চিকিৎসা করিয়ে ব্যথা উপশমের চেষ্টা করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রের খবর।
যে খবর শুনলে কলকাতা নাইট রাইডার্স শিবির উৎফুল্ল হতে পারে। কারণ, আইপিএলের আগে শ্রেয়সকে পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রবল উৎকণ্ঠায় রয়েছে কেকেআর। বুধ ও বৃহস্পতি, দুদিন ইডেন গার্ডেন্সে অনুশীলনের পর শুক্রবার ক্রিকেটারদের নেট সেশন থেকে বিশ্রাম দিয়েছিলেন কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। পরিবর্তে জিম সেশন রাখা হয়েছিল টিম হোটেলেই। নাইট শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, শ্রেয়সকে নিয়ে চর্চা চলছে জোরকদমে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শ্রেয়সের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কেকেআর শিবিরও মুখে কুলুপ এঁটেছে। তবে শোনা গেল, শনিবার অধিনায়ককে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
যদিও সব অঙ্ক ঘেঁটে দিয়ে শ্রেয়স আইপিএলে মাঠে নেমে পড়তে পারেন। মুম্বইয়ে খোঁজ নিয়ে জানা গেল, বোর্ড বা এনসিএ থেকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হলেও শ্রেয়স এখনই সেই রাস্তায় হাঁটছেন না। কারণ, পিঠের অস্ত্রোপচার করালে অন্তত পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে শ্রেয়সকে। সেক্ষেত্রে আইপিএল তো বটেই, অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপেও হয়তো থাকবেন না শ্রেয়স।
আরও পড়ুন: দুজনে একসঙ্গে খেললে দুর্দান্ত, প্রতিপক্ষদের হুঁশিয়ারি আইপিএল চ্যাম্পিয়ন দলের স্পিনারের