কলকাতা: ঘরের মাঠে শনিবার অগ্নিপরীক্ষা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি কেকেআর (KKR vs LSG)। প্লে অফে যাওয়ার সামান্যতম সম্ভাবনা বাঁচিয়ে রাখতেও জিততেই হবে নাইটদের। চতুর্থ দল হিসাবে প্লে অফে জায়গা করে নিতে কেকেআরের লড়াই চার দলের সঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। সব দলই দাঁড়িয়ে ১২ পয়েন্টে। কেকেআরের প্লে অফ ভাগ্য সরু সুতোয় ঝুলছে।
কেকেআরের ওপেনার রহমনুল্লা গুরবাজের উপলব্ধি, ভাগ্য সঙ্গ দিলে হয়তো পয়েন্ট টেবিলের ছবিটা অন্যরকম হতো। শনিবার ম্যাচ। বৃহস্পতিবার থেকে মাঠে প্রস্তুতিতে নেমে পড়ার কথা ছিল কেকেআরের। এদিন বিকেলে ইডেন গার্ডেন্সে পৌঁছে গিয়েছিল দল। কিন্তু ঝড়-বৃষ্টিতে প্র্যাক্টিস ভেস্তে যায়। হোটেলে ফিরে যায় দল। তার আগে আফগান ক্রিকেটার গুরবাজ বলে গেলেন, 'আমরা কিছু এমন ম্যাচ হেরেছি যা হারার কথা ছিল না। সেই ম্যাচগুলো জিততেও পারতাম। ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি। তবে বলতে পারি, এখনও আমাদের সুযোগ আছে। শেষ ম্যাচে ভাল রান রেট নিয়ে জিততে চাই। ইনশাল্লাহ, পরবর্তী পর্বে যেতেও পারি। যদি নাও পারি, আশা করব সমর্থকেরা হতাশ হবেন না। এবার না পারলে পরের বার নিশ্চয়ই আমরা আগামী পর্বে যোগ্যতা অর্জন করব। তবে এখনই আশাহত হচ্ছি না। আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে। শেষ ম্যাচে মরিয়া চেষ্টা করব।'
চলতি মরসুমে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একবারই খেলবে কেকেআর। প্রতিপক্ষ হিসাবে লখনউ কেমন? গুরবাজ বলছেন, 'আমরা ওদের বিরুদ্ধে এখনও খেলিনি। কিন্তু আমাদের প্রযুক্তি এমন পর্যায়ে গিয়েছে যে সকলের ভিডিও দেখে নিতে পারি। ওদের দলে একাধিক ভাল বোলার আছে। এটা বলতে পারি, আমাদের কাছে যদি ১০ শতাংশও সুযোগ থাকে আগামী পর্বে যোগ্যতা অর্জন করার, আমরা ১০০ শতাংশ দেব।'
আরও পড়ুন: সরু সুতোয় ঝুলছে ভাগ্য, তবু প্লে অফে চলে যেতে পারে কেকেআর, কীভাবে?
আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি