কলকাতা: আইপিএল (IPL 2023) মানেই তরুণদের সুযোগ পাওয়ার, সকলের সামনে নিজেকে প্রমাণ করার বিরাট মঞ্চ। অতীতে যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্যরা এই আইপিএলে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে বর্তমানে জাতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন। সুয়াশ শর্মাও (Suyash Sharma) এ মরসুমের আগে তেমনই এক আনকোরা তরুণ ক্রিকেটার ছিলেন। প্রথম শ্রেণির ম্যাচও খেললেননি তিনি। তবে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে নিজের বোলিং দক্ষতায় সকলেরই নজর কেড়েছেন সুয়াশ। নজর কেড়েছে সুয়াশের হেয়ার স্টাইলও।
লম্বা চুলের রহস্যভেদ
সুয়াশের বড় চুল রাখার পিছনে কিন্তু একটি বিশেষ কারণ রয়েছে। কেকেআর নাইট ক্লাবকে একটি সাক্ষাৎকারে সুয়াশ নিজেই এই বড় চুল রাখার কারণ জানান। তিনি বলেন, 'গত মরসুমে দিল্লির সব কোচই আমার বোলিংয়ের প্রশংসা করেছিলেন। বলেছিলেন আমি বেশ ভাল ছন্দে বল করছি। কিন্তু যখন অনূর্ধ্ব-১৯ স্তরে প্রতিভাবান তারকাদের নামের তালিকা প্রকাশ করা হয়, তখন সেই তালিকায় আমার নামই ছিল না। আমি এই বিষয়টা প্রথমে মেনেই নিতে পারিনি। সকাল ছয়টা অবধি শুধু অঝোরে কেঁদেই গিয়েছিলাম। ডিপ্রেশনেও চলে যাচ্ছিলাম। সেলুনে গিয়ে ন্যাড়া হয়ে যাই। কিন্তু তারপর থেকে আমার সঙ্গে সবকিছু ভালই হচ্ছে, তাই আপাতত চুল না কাটারই সিদ্ধান্ত নিয়েছি।'
সুয়াশ এখনও পর্যন্ত কেকেআরের হয় এ মরসুমের চার ম্যাচ ছয়টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি ৮.৫০ ও বোলিং গড় ২২.৬৬। আরসিবির বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ৩০ রানের বিনিময়ে নেওয়া তিনটি উইকেট এখনও পর্যন্ত আইপিএলে ১৯ বছর বয়সি সুয়াশের সেরা বোলিং পারফরম্যান্স।
কেকেআর একাদশ
আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। পরপর ২ ম্যাচ হেরে এদিন ফের আইপিএলে নামছে কেকেআর। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের পর ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও জয় আসেনি। তাই এদিনের ম্যাচে কিছু বদল হতে পারে নাইট একাদশে। ওপেনিং থেকে বোলিং ডিপার্টমেন্টে সবেতেই কিছু বদল হতে পারে। অনেক তারকা ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। তাঁদের সুযোগ দেওয়া হতে পারে। একবার দেখে নেওয়া যাক সেই সম্ভাবনাময় বদল কেমন হতে পারে আজ।
কলকাতা শিবিরের ওপেনিং জুটি ধারাবাহিক নয়। বিশেষ করে রহমনুল্লাহ গুরবাজ। প্রথম দিকের ২টো ম্যাচ ভাল খেললেও গত কয়েকটি ম্যাচে একদমই পারফর্ম করতে পারছেন না তিনি। ফলে চাপ বাড়ছে মিডল অর্ডারে। সেক্ষেত্রে এদিনের ম্যাচে আফগান তারকাকে বসিয়ে জেসন রয়কে একাদশে খেলানো হতে পারে। ইংল্যান্ডের তারকা দীর্ঘদিন আগেই দলের সঙ্গে যোগ দিয়েছে। চুটিয়ে রোজ অনুশীলনও সারছেন। বেঞ্চে আছেন বাংলাদেশের উইকেট কিপার ব্য়াটার লিটন দাসও। তবে রয়ের পাল্লাই ভারী। সেক্ষেত্রে নারায়ণ জগদীশানকে হয়ত উইকেটের পেছনে দেখা যেতে পারে আজকের ম্যাচে। বোলিং ডিপার্টমেন্টে ফার্গুসনকে বসিয়ে সাউদিকেও খেলানো হতে পারে। ফার্গুসন রান খরচ করছেন প্রচুর। অন্যদিকে দিল্লিতে নিজের ঘরের মাঠে প্রথমবার কোনও সিনিয়র পর্যায়ের ম্যাচ খেলতে নামবেন কেকেআরের তরুণ স্পিনার সুয়াশ শর্মা।
উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদের পর মুম্বই ইন্ডিয়ান্স, জোড়া ম্যাচে টানা দুই হারের মুখে পড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। রিঙ্কু সিংহের (Rinku Singh) অবিশ্বাস্য ইনিংসে ভর করে গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) হারানোর পর টানা দু'ম্যাচে হেরে এই মুহূর্তে লিগ তালিকার সাত নম্বরে নেমে গিয়েছে কেকেআর (KKR)। হারের হ্যাটট্রিক এড়িয়ে জয়ের রাস্তায় ফেরার মরিয়া চেষ্টা নিয়েই মাঠে নামছেন নীতীশ রানা (Nitish Rana), বেঙ্কটেশ আইয়াররা (Venkatesh Aiyer)।
আরও পড়ুন: বছর দুই পর ফের আরসিবির নেতৃত্বে বিরাট কোহলি