লখনউ: আইপিএলে (IPL 2023) গতকাল, ১ মে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (LSG vs RCB) ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যেকার বিবাদ শিরোনাম কেড়ে নেয়। সেই বিবাদে কলকাতা পুলিশেরও (Kolkata Police) নজর এড়ায়নি। এবার কোহলি-গম্ভীর বিবাদকে সামনে রেখেই গুরুত্বপূ্র্ণ এক সতর্কবার্তা দেওয়া হল কলকাতা পুলিশের তরফে।


কলকাতা পুলিশের সতর্কবার্তা


ম্যাচ চলাকালীনই কোহলিকে এক সময় মুখে আঙুল দিয়ে দর্শকদের চুপ করানোর ভঙ্গিমায় দেখা যায়। এই দুই দল যখন প্রথমবার এবারের আইপিএলে মুখোমুখি হয়েছিল, তখন গম্ভীরকেও চিন্নাস্বামী ময়দানে একই ভঙ্গিমায় দেখা গিয়েছিল। উক্ত ভঙ্গিমায় এই দুই তারকার ছবির একটি কোলাজ নিয়েই কলকাতা পুলিশের তরফে জানানো হয় কেউ যদি আপনার ফোনে যাওয়া ওটিপি চায়, তাহলে এমনভাবে চুপ করে থাকুন, কাউকে কিছু বলবেন না। 



গতকাল লখনউ বনাম আরসিবি ম্যাচের পর মাঠেই ঝামেলায় জড়ালেন কোহলি ও গম্ভীর। যদিও পরিস্থিতি আরও অস্বাভাবিক হওয়ার আগেই বিরাট-গম্ভীরকে আলাদা করে দেন দুই দলের খেলোয়াড়রা। কিন্তু ম্যাচশেষে যখন দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় ও করমর্দন করছিলেন, তখনই গম্ভীরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন কিং কোহলি। দুই জনকে কোনওক্রমে আলাদা করা হয়। এই ঘটনার জেরে কিন্তু শাস্তিও পেতে হয়েছে দুই তারকাকেই।


আরও পড়ুন: প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন


কাটা গেল বেতন


আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করার জন্য বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ থেকে প্রাপ্ত বেতনের ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি আফগান ক্রিকেটার নবীন উল হকের ম্যাচ বেতনেরও ৫০ শতাংশ জরিমানা হয়েছে। আইপিএের এক বিবৃতিতে জানানো হয়েছে, 'আইপিএলের কোড অব কন্ডাক্টের ধারা ২.২১ এর অধীনে লেভেল ২ অপরাধ স্বীকার করে নিয়েছেন গৌতম গম্ভীর।' একইসঙ্গে আইপিএলের ওই মিডিয়া রিলিজে জানানো হয়েছে, ''আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২১ এর অধীনে লেভেল ২ অপরাধ স্বীকার করে নিয়েছেন বিরাট কোহলি।'


গলেনি বরফ


উল্লেখ্য, ২০১৩ সালে প্রথমবার মাঠে কেকেআর বনাম আরসিবি ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর-বিরাট। তখন কেকেআরের অধিনায়ক ছিলেন বাঁহাতি প্রাক্তন ওপেনার। অন্যদিকে বিরাট সেবারই আরসিবির অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই ম্যাচে আউট হওয়ার পরই বাকবিতণ্ডায় জড়িয়ে যান দুইজনে। এরপর থেকে বিভিন্ন সময়ে বিরাটের খারাপ ফর্ম নিয়েও প্রশ্ন তুলেছিলেন গম্ভীর। দুইজনের সম্পর্কের বরফ  যে গলেনি, তা বোঝা গিয়েছিল চলতি বছর আইপিএলে আরসিবি-লখনউ প্রথম সাক্ষাতেই। সেই ম্যাচ শেষে লখনউয়ের জয়ের পর বিরাটের দিকে ইঙ্গিত করে 'চুপ' থাকার ইশারা করেছিলেন গম্ভীর। গতকাল যেন তারই পাল্টা দিলেন বিরাট।


আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই অস্ট্রেলিয়াকে টপকে টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত