কলকাতা: বিমানে আসতে আসতেই দেখেছেন রিঙ্কুর (Rinku Singh) পাঁচটি ছক্কা, বিশ্বাসই করতে পারছেন না লিটন। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে লিটন মোবাইলে রিঙ্কুর ইনিংসের হাইলাইটস দেখছেন। তখনই জানান যে বিমানে থেকে নামার পরই জানতে পারেন যে কেকেআর ম্যাচ জিতে গিয়েছে। আর রিঙ্কু পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন। বিশ্বাসই করতে পারছিলেন না তিনি।


কী বলছেন লিটন দাস?


লিটন বলেন, ''আমি বিমান থেকে নেমেই জানতে পারি যে আমরা জিতে গিয়েছি। রিঙ্কু যেভাবে পাঁচটি ছক্কা হাঁকিয়েছে, তা সত্য়িই অবিশ্বাস্য। এরকম তো সচরাচর দেখা যায় না। পাঁচটি ছক্কা হাঁকানো মুখের কথা নয়। এর থেকে ভাল আর কিছু হতে পারে না।'' বাংলাদেশের তারকা উইকেট কিপার ব্যাটার আরও বলেন, ''রিঙ্কু এই মুহূর্তে ভাল ফর্মেই রয়েছে। বেশ কয়েকটি ইনিংস ভাল খেলছে। আমার কাছে আইপিএলের সেরা ১০টি ইনিংসের মধ্যে একটি এই ইনিংস, বলাই যায়।''


দীর্ঘ টালবাহানার পর আইপিএল খেলতে আসছেন লিটন দাস। কেকেআর শিবিরে যোগ দিচ্ছেন তিনি। কলকাতা শিবিরে লিটন ছাড়াও ছিলেন শাকিব আল হাসান। কিন্তু আগেই টুর্নামেন্ট থেকে নিজের নাম তুলে নিয়েছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার। তবে লিটন খেলবেন আইপিএলে। কিন্তু কেকেআর শিবিরে প্রথম একাদশে কি আদৌ জায়গা মিলবে বাংলাদেশের তারকা উইকেট কিপার ব্য়াটারের? এই প্রশ্নই তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হোসেন পাপন। রিজার্ভে বেঞ্চে বসে না থেকে দেশের জার্সিতে খেলার বার্তাও দিয়েছেন তিনি। 


কী বলছেন নাজমুল হোসেন পাপন?


এক সাংবাদিক বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হোসেন পাপন বলেন, ''লিটন, শাকিবকে ছেড়ে দেওয়া হয়েছে আইপিএলের জন্য। টুর্নামেন্টে শুরুর তিন মাস আগে আমাদের কাছে আইপিএলের তরফে জানতে চাওয়া হয়েছিল যে কবে থেকে পাওয়া যাবে লিটনদের, সেই ভাবেই আমরাও বলে দিয়েছিলাম।'' এরপরই পাপ উল্টো সাংবাদিকদের প্রশ্ন করেন যে, ''টেস্টের অধিনায়ক ও সহ অধিনায়ক ২ জনকেই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ওখানে গিয়ে ওঁদেরকে খেলাবে তো? যদি না খেলায়, তবে রিজার্ভ বেঞ্চে বসে থাকার থেকে দেশের হয়ে খেলাটা ভাল নয় কি?''


শাকিব আল হাসান (Shakib Al Hasan) জানিয়ে দিয়েছেন, তিনি আইপিএলে (IPL 2023) খেলবেন না। টুর্নামেন্ট শুরু হওয়ার পর শাকিব সরে দাঁড়ানোয় বিপাকে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শাকিবের পরিবর্ত হিসাবে দলে নেওয়া হয়েছে ইংল্যান্ডের জেসন রয়কে (Jason Roy)। যিনি শনিবারই আমদাবাদে গিয়