কলকাতা: আইপিএলের প্লে অফের (IPL Play Off) দৌড়ে ভালমতোই রয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট লখনউয়ের। শেষ ম্যাচে জিতলেই প্লে অফ নিশ্চিত। হারলেও রান রেট ভাল থাকায় খুলে যেতে পারে প্লে অফের দরজা।


লখনউয়ের শেষ ম্যাচ ইডেন গার্ডেন্সে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। আর সেই ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের সমর্থকদের জন্য থাকছে চমক। কারণ, আইএসএলআইপিএলে মিলেমিশে একাকার হয়ে যেতে চলেছে এই ম্যাচে! কীভাবে?


শনিবার কেকেআরের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টসের সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবেন ক্রুণাল পাণ্ড্য-মার্কাস স্টোইনিসরা।




১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস তিন নম্বরে। পয়েন্টের বিচারে তাদের ধরা সম্ভব নয় কেকেআরের। তবে শেষ ম্যাচে কেকেআরকে ক্রুণাল পাণ্ড্যদের বিরুদ্ধে জিততেই হবে। তাতে লখনউকে পেরনো যাবে না। তবে প্লে অফের দৌড়ে থাকতে পারবে কেকেআর। আর সেই ম্যাচে নাইটদের লড়াই করতে হবে মোহনবাগানের আবেগের বিরুদ্ধেও। 


কীভাবে?


ইডেন লখনউয়ের কাছে যেন হোম ম্যাচ। কারণ, লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সিইএসসি-র কর্ণধার। মোহনবাগানেরও মালিকানা তাঁরই হাতে। গত আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার পরই সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছিলেন, এটিকে মোহনবাগান নয়, দলের নাম পাল্টে তিনি রাখছেন মোহনবাগান সুপার জায়ান্টস। সবুজ-মেরুন জার্সিতেই যারা আইএসএলে খেলবে।


 




আর মোহনবাগানের শহরে এসে ক্রুণাল পাণ্ড্য-মার্কাস স্টোইনিসরা সেই আবেগে গা ভাসাবেন। শনিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সি পরে নামবেন ক্রুণাল-স্টোইনিস-রবি বিষ্ণোইরা। বৃহস্পতিবার শহরে সেই জার্সির উদ্বোধনও হয়ে গেল।


কেকেআর সমর্থকেরা অবশ্য চাইবেন যাতে, লখনউয়ের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়েন নাইটরা। ২০ মে ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিরাট বড় ব্যবধানে জিততে হবে কেকেআরকে। তবে নাইটরা শেষ করবেন ১৪ পয়েন্টে। কেকেআরের নেট রান রেট -০.২৫৬ ও সেক্ষেত্রে ভাল জায়গায় আসবে।                                                                                                  


আরও পড়ুন: সরু সুতোয় ঝুলছে ভাগ্য, তবু প্লে অফে চলে যেতে পারে কেকেআর, কীভাবে?


আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি