চেন্নাই: আইপিএল (IPL 2023) ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। গুজরাত টাইটান্সকে ঘরের মাঠে ১৫ রানে হারিয়ে দিয়েছে সিএসকে। বুধবার সেই মাঠেই আইপিএলের এলিমিনেটর। মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। যে দল হারবে, ছিটকে যাবে ট্রফির দৌড় থেকে। যারা জিতবে, পৌঁছে যাবে কোয়ালিফায়ার টুয়ে। যেখানে তাদের জন্য অপেক্ষা করে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স।
আর ম্যাচের আগে চর্চায় চিপকের বাইশ গজ। কেমন হবে উইকেট? বোলাররা দাপট দেখাবেন? নাকি দেখা যাবে চার-ছক্কার বন্যা?
সূত্র মারফত জানা যাচ্ছে, এলিমিনেটর হবে সেই উইকেটে যেখানে চেন্নাই সুপার কিংস হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩৯/৮ স্কোরে আটকে গিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে ও দীপক চাহার - চেন্নাইয়ের তিন পেসার নিয়েছিলেন ৭ উইকেট। ১৪ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গিয়েছিল সিএসকে।
সেই পিচেই লখনউ বনাম মুম্বই ম্যাচ হওয়ার কথা। অর্থাৎ, মন্থর হতে পারে উইকেট। বল পড়ে দ্রুত গতিতে ব্যাটে নাও পৌঁছতে পারে। স্ট্রোক প্লেয়াররা সমস্যায় পড়তে পারেন। খুব বেশি রানের ম্যাচ হবে না বলেই মনে করা হচ্ছে।
চেন্নাইয়ে তাপমাত্রা বেশ চড়া। রয়েছে আর্দ্রতাও। শুষ্ক আবহাওয়া পিচকে আরও মন্থর করে দিতে পারে বলে মনে করছেন কেউ কেউ।
রেকর্ড লখনউয়ের দিকে। এখনও পর্যন্ত আইপিএলে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবারই জিতেছে লখনউ। তবে এবার অন্য গ্রুপে থাকায় একবারই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে হয়েছিল লখনউকে। ঘরের মাঠে সেই ম্যাচে ৫ রানে জেতে লখনউ।
প্রধান ক্রিকেটারদের চোট আঘাত মুম্বই শিবিরকে বারবার বিব্রত করেছে। শুরুটা হয়েছিল যশপ্রীত বুমরাকে দিয়ে। চোটের জন্য দলের প্রধান পেসার টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন। তাঁর বদলে যাঁকে বোলিং বিভাগের মুখ ভাবা হচ্ছিল, সেই জোফ্রা আর্চারও ছিটকে গিয়েছেন। তবে ব্যাটে নেহাল ওয়াধেরা বা বলে আকাশ মাধওয়ালের মতো তরুণ ভরসা দিচ্ছেন মুম্বইকে। অবশ্য প্লে অফে ওঠাটা অনেকটা ভাগ্যের জোরে। গুজরাত টাইটান্স শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দেওয়ায় প্লে অফের টিকিট পায় মুম্বই।