লখনউ: ষোড়শ আইপিএলে (IPL 2023) একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচ হয়ে চলেছে। কখনও শেষ ওভারে অবিশ্বাস্য ম্যাচ জেতাচ্ছেন রিঙ্কু সিংহ। কখনও আবার হাতে মাত্র ৫ রানের পুঁজি নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্রায় জিতিয়ে দিচ্ছিলেন হর্ষল পটেল।


সেরকমই আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল শনিবার রাতের অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম। যেখানে প্রথমে ব্যাট করে ঘরের দল লখনউ সুপার জায়ান্টস তুলল ১৫৯/৮। যে লক্ষ্যকে বেশ সহজই মনে করা হচ্ছিল। তবে লখনউ বোলারদের পাল্টা লড়াইয়ে বেশ চাপে পড়ে গেল পাঞ্জাব কিংস। একটা সময় ১১ ওভারে ৭৫/৪ হয়ে গিয়েছিল পাঞ্জাব। নজরকাড়া বোলিং করে ২ উইকেট তুলে নিয়েছেন যুদ্ধবীর সিংহ। ম্যাচ জিততে তখনও ৫৪ বলে ৮৫ রান বাকি। আস্কিং রেট প্রায় ১০।


সেখান থেকেই পাল্টা লড়াই শুরু করলেন সিকন্দর রাজা। জিম্বাবোয়ের ক্রিকেটার এবারই প্রথম আইপিএল খেলছেন। ব্যাট হাতে প্রত্যাঘখাত শুরু করেন। ক্রুণাল পাণ্ড্যর ১ ওভারে ১৭ রান তোলেন তিনি। ৩৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। 


শেষ ৩ ওভারে বাকি ছিল ২৩ রান। লেগস্পিনার রবি বিষ্ণোই এসে ভেল্কি দেখান। ১৮তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন। তুলে নেন রাজাকে। ৫৭ রানে। শেষ ২ ওভারে বাকি ছিল ২৩ রান। আসরে নামেন শাহরুখ খান। না, বলিউডের বাদশা নন। ইনি তামিলনাড়ুর ক্রিকেটার। ফিল্ডিংয়ে দুরন্ত সব ক্যাচ নিয়ে শনিবার নজর কেড়ে নিয়েছিলেন। ১৯তম ওভারে মার্ক উডকে ছক্কা মেরে দলকে ম্যাচে রেখেছিলেন। 


 






শেষ ওভারে বাকি ছিল ৭ রান। কে এল রাহুল বল তুলে দেন বিষ্ণোইয়ের হাতে। প্রথম ২ বলে ২টি করে রান নেন শাহরুখ। ৪ বলে বাকি ৩। বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে দেন শাহরুখ। মাত্র ২ উইকেটে। ৩ বল বাকি থাকতে। ১০ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন তিনি।                                                                



আরও পড়ুন: চিংড়ির মালাইকারি, ভেটকি পাতুরি, মিষ্টি দই, নববর্ষে কেকেআর শিবিরের মেন্যুতে কী?