জয়পুর: ষোড়শ আইপিএলে একের পর এক ম্যাচের ফয়সালা হচ্ছে শেষ ওভারে। বুধবার রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস (RR vs LSG) ম্যাচেও সেই ছবি বদলাল না। প্রথমে ব্য়াট করে লখনউ তুলেছিল ১৫৪/৭। যে স্কোর দেখে সকলে ধরেই নিয়েছিলেন যে, ম্যাচ জিতবে রাজস্থান। মরুরাজ্যের শুরুটাও হয়েছিল দারুণ ভাবে। ১১.৩ ওভারে ৮৭ রান যোগ করে ফেলেছিলেন দুই ওপেনার যশস্বী জয়সবাল ও জশ বাটলার।


কিন্তু তারপরই লখনউ বোলারদের প্রত্যাঘাত। ২০ ওভারে ১৪৪/৬ স্কোরে আটকে গেল রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে হার মানতে হল সঞ্জু স্যামসনদের। মাত্র ১০ রানে ম্যাচ জিতে নিল কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।


টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস আটকে যায় ১৫৪/৭ স্কোরে। ম্যাচ জিততে ১৫৫ রান তুলতে হতো রাজস্থানকে। কিন্তু লক্ষ্যপূরণের আগেই আটকে যান সঞ্জু স্যামসনরা।


টস জিতে লখনউকে প্রথমে ব্যাটিং করতে পাঠানোর সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক। সঞ্জু স্যামসন বলেছিলেন, পিচ দেখে ভাল মনে হচ্ছে। দলে একটিই পরিবর্তন করেন তিনি। অ্যাডাম জাম্পার পরিবর্তে খেলান ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে। লখনউ অধিনায়ক কে এল রাহুল বলেছিলেন, টস জিতলে তিনিও প্রথমে ফিল্ডিংই নিতেন। তবে এদিনও সুযোগ পাননি কুইন্টন ডি'কক। পরিবর্তে সুযোগ দেওয়া হয় নিকোলাস পুরানকে। আর ওপেনিং করানো হয় কাইল মেয়ার্সকে।


লখনউ শুরুটা করেছিল সতর্ক ভাবে। শুরুতে উইকেট পড়েনি। তবে খুব একটা আগ্রাসী ব্যাটিংও করেননি লখনউয়ের দুই ওপেনার কে এল রাহুল ও মেয়ার্স। ৩২ বলে ৩৯ রান করে রাহুল যখন আউট হন, ১০.৪ ওভারে ৮২ রান বোর্ডে তুলেছে লখনউ। রান রেট প্রায় ৮। মনে করা হয়েছিল, হাতে উইকেট থাকায় পরের ৯-১০ ওভারে ব্যাট হাতে ঝড় তুলবেন লখনউ ব্যাটাররা।


কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। রাজস্থান বোলারদের বিরুদ্ধে ব্যর্থ লখনউয়ের মিডল অর্ডার। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে নজরকাড়া ব্যাটিং করছেন আয়ূষ বাদোনি। তবে বুধবার ব্যাট হাতে ব্যর্থ তিনি। তিন নম্বরে নেমে ৪ বলে মাত্র ১ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে যান তিনি। দীপক হুডা ৪ বলে ২ রান করে আউট হন। লড়াই করলেন একমাত্র কাইল মেয়ার্স। ঝকঝকে হাফসেঞ্চুরি করেন তিনি। ৪২ বলে ৫১ রান করে অশ্বিনের শিকার তিনি।


রান তাড়া করতে নেমে জয়সবাল ৩৫ বলে ৪৪ রান করেন। বাটলার ছন্দে ছিলেন না। ৪১ বলে ৪০ রান করে আউট হন তিনি। দেবদত্ত পড়িক্কল চেষ্টা করেছিলেন। কিন্তু ২১ বলে ২৬ রান করে ফেরেন। ১৬ বলে ২১ রান করেন মার্কাস স্টোইনিস। ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন আবেশ। 


আরও পড়ুন: জেটের গতিতে উত্থান, ২০ বছরের তরুণই ফের স্বপ্ন দেখাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সকে