লখনউ : শেষল্যাপে খেতে হয়েছিল ধাক্কা। আইপিএলের প্রথম মরসুমে খেলতে নেমেই অবশ্য প্লে-অফে স্থান করে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। গতবার এলিমিনেটরে হেরে কে এল রাহুল ব্রিগেডকে নিতে হয়েছিল বিদায়। এবারে কি খেতাব পর্যন্ত পৌঁছতে পারবে তারা ? কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, ক্রুণাল পাণ্ড্য, দীপক হুডা সমৃদ্ধ লখনউ ব্রিগেড ধারে-ভারে এবারে ঠিক কেমন ? শক্তি-দুর্বলতার বিচারে কেমন হয়েছে তাদের স্কোয়াড। চলুন দেখে নেওয়া যাক।


শক্তি-লখনউ শিবিরের ব্যাটিং বিভাগের মূল শক্তি কেএল রাহুল (KL Rahul)। কাপতান কেএল আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই কাঙ্খিত ছন্দে নেই অবশ্য। তবে আইপিএলের মঞ্চে রাহুলের পারফরম্যান্স চোখধাঁধানো। গত পাঁচ আইপিএলে একমাত্র ব্যাটসম্যান হিসেবে প্রত্যেকবার ৫০০-র বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকে। গত আইপিএলে ১৫ ইনিংসে ৬১৬ রান করেছিলেন রাহুল। হাঁকিয়েছিলেন দুটো শতরানও। কেএল রাহুল ছাড়াও কুইন্টন ডি কক, দীপক হুডা, নিকোলাস পুরাণ সমৃদ্ধ দুরন্ত টপ অর্ডার। কোচ হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ার ও মেন্টর হিসেবে রয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) অন্যতম সফল অধিনায়ক গৌতম গম্ভীর। 


দুর্বলতা-লখনউ ব্রিগেডের চিন্তার প্রধান জায়গা তাদের ভারতীয় পেস বিভাগ। মণীশ পাণ্ডে না থাকায় টপ ফাইভের মধ্যে তিন বিদেশি ব্যাটারকে লখনইয়ের সুযোগ দেওয়ার সম্ভাবনাই বেশি। যার জেরে বোলিং অপশনে একজনকে মাত্র খেলাতে পারবে তারা। পেস বোলিং বিভাগে মূলত ভারতীয়দের ওপর আস্থা রাখছে তারা। যেখানে আবেশ খান ও মহসিন খানের ওপরেই ভরসা করতে হবে লখনউ ফ্র্যাঞ্চাইজিকে। আইপিএলের অভিষেকে মহসিন ভাল বোলিং করলেও চোট থেকে ফেরার পথে খুব বেশি ম্যাচ খেলার মধ্যে তিনি নেই। সঙ্গে খানিক চিন্তায় রাখতে পারে আবেশের ফর্ম। তবে তাদের কিছুটা ভরসার জায়গা ব্রিটিশ পেসার মার্ক উড।


এক্স ফ্যাক্টর-লখনউ ব্রিগেডের এক্স ফ্যাক্টর হতে পারেন ক্রুণাল পাণ্ড্য (Krunal Pandya)। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্সের রেশ তিনি গতবারের আইপিএলে অবশ্য মেলে ধরতে পারেননি অল স্পিন-অলরাউন্ডার। ১৪ ম্যাচে ১৮৩ রান করেছিলেন ও ১০ উইকেট তুলে নিয়েছিলেন। আইপিএলে মোট ৯৮ ম্যাচে ১৩২৬ রান রয়েছে ক্রুণালের ঝুলিতে। পাশাপাশি ৬১ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ইনিংসের শেষ পর্বে নেমে ঝোড়ো ইনিংস খেলা হোক বা দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দেওয়ানো। ক্রুণাল হয়ে উঠতে পারেন লখনউ ব্রিগেডের এক্স ফ্যাক্টর। 


গেম চেঞ্জার-কে এল রাহুল। আইপিএলে (IPL) ১০৯ ম্যাচে ৩৮৮৯ রান। ৪ টি সেঞ্চুরি। ৩১ টি হাফ সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েকমাস খারাপ ছন্দে রয়েছেন। বাদ পড়তে হয়েছে জাতীয় দল থেকেও। কাপতান কেএলের কাছে তাই আইপিএলের মঞ্চ নিজেকে ফের মেলে ধরার অন্যতম সেরা সুযোগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেকে মেলে ধরতে যে কে এল রাহুল মুখিয়ে থাকবেন, তা বলাই যায়। পাশাপাশি আইপিএলের মঞ্চে লখনউ কীরকম পারফর্ম করে, সেটা অনেকাংশে নির্ভর করে থাকবে কে এল রাহুলের ওপরেই। 


দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরের বিরুদ্ধে জয় দিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করেছে লখনউ সুপারজায়ান্টস। ঘরের মাঠে তারা কেমন পারফরম্যান্স মেলে ধরে তার ওপর অনেকটা নির্ভর করবে লখনউয়ের এবাবের অভিযান। লখনউকে কি এবারের আইপিএলের দাবিদার মনে করছেন ? রাহুল ব্রিগেড নিয়ে আপনাদের মতামত জানান কমেন্টে। সঙ্গে আইপিএলের (IPL)হাঁড়ির খবর, সব দল-ম্যাচের চুলচেরা বিশ্লেষণ নিয়ে হাজির হব আমরা। নজর রাখুন এবিপি লাইভে। 


আরও পড়ুন- অধিনায়ককে হারানোর ধাক্কা সামলাতে পারবেন নাইটরা? কে হতে পারেন কেকেআরের তুরুপের তাস?