চেন্নাই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই আইপিএলের (IPL 2023) খেতাবি লড়াইয়ে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস (GT vs CSK) একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচ খেলার উদ্দেশে ইতিমধ্যেই চেন্নাই থেকে আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছে হলুদ ব্রিগেড। যে কোনও টুর্নামেন্টের ফাইনালেই বাড়তি চাপ থাকেই। কিন্তু ম্যাচের আগে একেবারে খোশমেজাজে সিএসকে।

Continues below advertisement

আমদাবাদগামী ফ্লাইটেই চাহার দম্পতির ক্যামেরায় বন্দি হলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। ফ্লাইটে দীপক চাহার (Deepak Chahar) ও তাঁর স্ত্রী জয়া (Jaya Chahar) ফ্লাইটে বেশ খোশমেজাজেই আড্ডা দিচ্ছিলেন। তাঁদের সামনেই দাঁড়িয়ে ছিলেন ধোনি। 'থালা'-কে দেখার পরেই তাঁর একটি ভিডিও করেন চাহার। সেই ভিডিওটিতে ধোনিকে চাহার দম্পতির দিকে তাকিয়ে মুচকি হাসতে দেখা যায়। গোটা ঘটনাটির ভিডিও সিএসকের সোশ্যাল মিডিয়ায় আপলোডও করা হয়। ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ ভাইরালও হয়।

 

Continues below advertisement

প্রসঙ্গত, দীপক ও জয়া উভয়ের সঙ্গেই ধোনির সম্পর্ক মিষ্টিমধুর। মাহির পরামর্শেই দীপক তাঁর বর্তমান স্ত্রী জয়াকে আইপিএল চলাকালীনই বিয়ের প্রস্তাব দেন। মাঠে একাধিকবার ধোনি ও দীপকের যুগলবন্দি সিএসকে-কে সাফল্য এনে দিয়েছে। মাঠের বাইরেও তাঁদের সম্পর্কের সমীকরণ বোঝানোর জন্য এই ভিডিওটিই যথেষ্ট।

প্রথম কোয়ালিফায়ার জিতে অনেক আগেই ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে সিএসকে। তাঁরা ঘরের মাঠেই গুজরাতের বিরুদ্ধে ১৫ রানে জয় পায়। গুজরাত দ্বিতীয় কোয়ালিফায়ারে আবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬২ রানের বড় ব্যবধানে জয় পায়ে ফাইনালে পৌঁছয়। এবার রবিবাসরীয় ফাইনালে গুজরাতের ঘরের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই দল একে অপরের মুখোমুখি হবে। খেতাবি লড়াইয়ে কে, কাকে টেক্কা দেন সেই দিকে থাকবে নজর।

ষোড়শ আইপিএলের শুরুটা হয়েছিল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে। ৭৩টি ম্যাচের পর সেই একই স্টেডিয়ামে এই দুই দলই আবার খেতাবি লড়াইয়ে একে অপরের মুখোমুখি হতে চলেছে। পয়েন্ট তালিকা হোক বা পারফরম্যান্স, এই দুই দলই গোটা আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। তাই দুই দলকে ফাইনালে দেখে তেমন কেউই অবাক হবেন না।    

আরও পড়ুন: রোজ একই সময়ে মাথায় ব্যথা হয় ? কোন গুরুতর রোগের ইঙ্গিত ?