আমদাবাদ: রুদ্ধশ্বাস ফাইনাল, এপিক ফিনিশ, এক স্মরণীয় আইপিএল ফাইনালের (IPL 2023) সাক্ষী হয়ে থাকল গোটাবিশ্ব। কিন্তু টুর্নামেন্ট শেষেই যে প্রশ্নটা সকলের মনে ঘোরাফেরা করছে, সেটা হল এটাই কি মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) শেষ আইপিএল? তাঁর নেতৃত্বে রেকর্ড পঞ্চম আইপিএল খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। অনেকের মতে শীর্ষে থেকে বিদায় জানানোর জন্য ধোনির কাছে এটাই সেরা সময়। তবে তাঁর অগণিত সমর্থকরা ধোনিকে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে আগ্রহী। তিনি কি আর খেলবেন, না এটাই তাঁর ক্রিকেটারার হিসাবে সফরের সমাপ্তি? ম্যাচ শেষে নিজেই জানালেন মাহি।


ধোনি নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, 'পরিস্থিতির বিচারে এটাই অবসর নেওয়ার সেরা সময়। আমি এ মরসুমে যেখানেই গিয়েছি, সেখানে খেলতে গিয়ে এত ভালবাসা, সমর্থন পেয়েছি যে এর পরে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়াটা সহজ। আমার কাছে কঠিন কাজ হল আরও নয় মাস খাটা খাটনি করে নিজেকে নয় মাস ধরে প্রস্তুত করা এবং আরও একটি আইপিএল মরসুম খেলা। সত্যি বলতে অনেকটাই আমার শরীরের ওপর নির্ভরশীল। আমার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছয়-সাত মাস রয়েছে। আমার জন্য এটা সহজ হবে না। তবে এটা আমার তরফ থেকে সকলের জন্য একটা উপহার হবে। সকলে আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন, তার জন্য আমারও তাঁদের কিছু ফিরিয়ে দেওয়াটা কর্তব্য।'


প্রসঙ্গত, আইপিএল খেতাব জিতে তিনি টুর্নামেন্টের সফলতম অধিনায়ক (রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে) হওয়ার কৃতিত্ব তো নিজের নামে করেইছেন। পাশাপাশি মাঠে নেমেই ধোনি আরও এক অনন্য নজির গড়ে ফেলেছেন। তিনিই প্রথম খেলোয়াড় হিসাবে আইপিএলে ২৫০টি ম্যাচ খেলেছেন। অবশ্য ফাইনালে ব্যাট হাতে সকলের প্রিয় 'থালা' কিন্তু ব্যর্থ। নিজের ইনিংসের প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফিরে যান তিনি। শেষমেশ রবীন্দ্র জাডেজার ফিনিশিংয়ে ভর করে পাঁচ উইকেটে রুদ্ধশ্বাস এক ফাইনাল জিতে নেয় সিএসকে। 


ডাকওয়ার্থ লুইস নিয়ম মারফৎ সিএসকের জয়ের জন্য ১৫ ওভারে ১৭১ রানের প্রয়োজন ছিল। শেষ দুই বলে হলুদ ব্রিগেডের দরকার ছিল ১০ রান। এক ছক্কা ও চার হাঁকিয়ে সিএসকেকে জেতান জাডেজা। 


আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা