কলকাতা: তিনি বিশ্বের সেরা ব্যাটারদের একজন। সম্প্রতি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিলেন। তাঁর দাপটেই টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের খেলা নিশ্চিত করে দেয় নিউজিল্যান্ড।


তবে এবার অন্য ফর্ম্যাটে দেখা যাবে কেন উইলিয়ামসনকে (Kane Williamson)। এবার তিনি আইপিএলে (IPL 2023) খেলবেন। নতুন দল গুজরাত টাইটান্সের (Gujarat Titans) জার্সিতে। যারা গতবারের চ্যাম্পিয়ন হিসাবে ৩১ মার্চ, প্রথম দিনই নামছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।


টেস্ট খেলে উঠেই টি-টোয়েন্টি, মানিয়ে নিতে সমস্যা হবে না? সব ফর্ম্যাটেই রান করেন কীভাবে? বুধবার জুম কলে এবিপি লাইভের প্রশ্নে গুজরাত টাইটান্সের তারকা বলছিলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন ফর্ম্যাটে খেলতে হয়। এক ফর্ম্যাট থেকে আর এক ফর্ম্যাটে মানিয়ে নেওয়া কঠিন তো বটেই। খুব দ্রুত মানিয়ে নিতে হয়। সম্প্রতি বেশ কিছু টেস্ট ম্যাচ খেললাম। তারপরই আইপিএল। তবে প্রাথমিক ব্যাপারগুলো একই থাকে। প্রস্তুতি সারতে হয় খুব ভালভাবে। টি-টোয়েন্টি ক্রিকেটে আমার জন্য যে ভূমিকা থাকে, সেটা পালন করার চেষ্টা করি।'


আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন। এবার গুজরাত টাইটান্সে সাধারণ ক্রিকেটার হিসাবে খেলতে সমস্যা হবে না? এক সাংবাদিকের প্রশ্নে উইলিয়ামসন বললেন, 'বিভিন্ন দলে বেশ কয়েক বছর ধরে নেতৃত্ব দিয়েছি। এমন ব্যাপার নয় যে, আমাকে নেতৃত্ব দিতেই হবে। যে দলেই খেলি না কেন, দলের হয়ে যতটা সম্ভব করার চেষ্টা করি। আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হই বা না হই। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে খেলতে মুখিয়ে রয়েছি। টেস্টে তো টিম সাউদির নেতৃত্বে খেলি।'


গুজরাতে তাঁর ওপেনিং পার্টনার হতে পারেন শুভমন গিল। উইলিয়ামসন বলছেন, 'ওর বছরটা অসাধারণ যাচ্ছে। স্পেশ্যাল ক্রিকেটার। আমাদের দলের বিরাট খেলোয়াড় আর ওর সঙ্গে এক দলে থাকতে পেরে ভাল লাগছে। আমি ওর বিরুদ্ধে খেলেছি আর জানি ও কী মানের ক্রিকেটার। ও দারুণ প্রতিদ্বন্দ্বী। যাদের নেতৃত্বে খেলছে, তাদের থেকে অনেক কিছু শিখবে। ক্রিকেটটা খুব ভাল বোঝে ও। ভবিষ্যতে ওকে নেতৃত্ব দিতেও দেখা যাবে।'


আইপিএলের আগে তাঁর কনুইয়ের চোট বেশ ভুগিয়েছে উইলিয়ামসনকে। তবে এখন তিনি অনেকটাই ফিট, জানিয়েছেন কিউয়ি তারকা। বলেছেন, 'আস্তে আস্তে উন্নতি হয়েছে। এখন অনেকটাই ভাল আছি। তবে এটা আমাকে খেলা বা ট্রেনিং থেকে আটকে রাখতে পারেনি। কনুইয়ের জন্য খেলা বা ট্রেনিংয়ে সমস্যা হচ্ছে না।'


আরও পড়ুন: কেকেআরের সবচেয়ে বড় শক্তি কী? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন নিউজিল্যান্ডের তারকা