মুম্বই: আইপিএলে (IPL 2023) শনিবার ধুন্ধুমার লড়াই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (MI vs CSK)। যে ম্যাচে সকলের নজর থাকবে একজনের দিকে। তিনি কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। আইপিএলে যিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।


বয়স ৪১ পেরিয়ে গিয়েছে। কিন্তু ধোনির ধার যে কমেনি, আইপিএলে প্রত্যেক ম্যাচে বুঝিয়ে দিচ্ছেন। ধোনির বিরুদ্ধে কৌশল সাজাতে মুম্বই শিবির শরণাপন্ন আর এক কিংবদন্তির। সচিন তেন্ডুলকর। মুম্বইয়ের প্র্যাক্টিসে হাজির হলেন মাস্টার ব্লাস্টার। মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে শুক্রবার দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তেন্ডুলকরকে। রণকৌশল তৈরির সময় সচিনের পরামর্শ যে বিশেষ গুরুত্ব পাবে, বলাই বাহুল্য।


২০১১ সালে ধোনির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সচিন। কাছ থেকে দেখেছেন, কীভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরও। তাঁকে সিএসকে-র বিরুদ্ধে খেলানো হয় কি না, তা দেখতেও মুখিয়ে রয়েছেন সকলে।


ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইয়ের বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড মুম্বইয়ের। এই মাঠে সিএসকে-র বিরুদ্ধে ১০ ম্যাচের মধ্যে সাতটি জিতেছে মুম্বই। তবে সূর্যকুমার যাদবের ছন্দের অভাব চিন্তায় রাখবে মুম্বই শিবিরকে। তারা চাইবে, ফের যেন সূর্যোদয় হয় আইপিএলে। চেন্নাই শিবির চাইবে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ওপরের দিকে উঠে আসতে।


টুর্নামেন্টে ধোনিদের শুরুটা ভাল হয়নি। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেনি চেন্নাই। প্রথম ম্যাচে পরাজয়ের পর ফের বলাবলি শুরু হয়ে গিয়েছিল, ড্যাডিস আর্মি (দলের গড় বয়স বেশি হওয়ায় মজা করে যে নামে ডাকা হয় সিএসকে-কে) কি এবার ট্রফি জেতার স্বপ্ন দেখারও যোগ্য?


তবে সমালোচনার জবাব দিয়ে পরের ম্য়াচেই ঘুরে দাঁড়ায় চেন্নাই। লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দেন ধোনিরা। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সিএসকে দলে একটি পরিবর্তন হতে পারে। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারের বদলে খেলতে পারেন সিসান্দা মাগালা। যিনি সদ্য ওয়ান ডে-তে এক ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। ডেথ ওভারে আগের ম্যাচে দুরন্ত বোলিং করেছেন তুষার দেশপাণ্ডে। তিনি জানিয়েছেন বপোলিং কোচ ডোয়েন ব্র্যাভোর অধীনে কসরত করছেন ডেথ ওভার বোলিং নিয়ে। চেন্নাই শুরুতে বল করলে তুষার প্রথম একাদশে খেলতে পারেন। তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হতে পারে অম্বাতি রায়ডুকে।


টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর মুম্বই তাদের প্রথম একাদশে তিন বিদেশিকেই খেলাতে পারে। পরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হতে পারে জেসন বেহরেনডর্ফকে।



আরও পড়ুন: হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাহুলের লখনউ