চেন্নাই: গ্যালারিতে মায়ের কোলে বসে রয়েছে একরত্তি। চিৎকার করছে, 'পাপা... পাপা...'। উত্তেজিত খুদেকে যেন ধরে রাখতে পারছেন না মা। বুধবার আচমকাই ভাইরাল হয়ে গেল ভিডিওটি।
ভিডিওর সেই খুদে জিভা (Ziva Dhoni)। ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) মেয়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, ধোনি-পত্নী সাক্ষীর সঙ্গে গ্যালারিতে বসে রয়েছে জিভা। আইপিএলের ম্যাচে। আর চিৎকার করে বাবাকে ডেকে চলেছে।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি ঝড় তুলেছে। অনেকেই তা শেয়ার করেছেন নিজেদের সমাজমাধ্যমে। জিভাকে ভালবাসা জানিয়েছেন নেটিজেনরা। যদিও, প্রকৃত ভিডিওটি খুঁজতে গিয়ে অন্য তথ্য এল এবিপি লাইভের হাতে।
দেখা গেল, ভিডিওটি আদৌ বুধবারের নয়। এমনকী, এবারের আইপিএলেরও নয়। তাহলে?
সোশ্যাল মিডিয়ায় দেখা গেল, আসল ভিডিওটি চার বছরের পুরনো। ২০১৯ সালের। করোনা পর্বের আগে শেষ যেবার স্বাভাবিক পরিস্থিতিতে আইপিএল হয়েছিল। চেন্নাই সুপার কিংস তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডলে সেই ভিডিওটি পোস্ট করেছিল আজ থেকে চার বছর আগে। তবে বুধবার আচমকা কোনও কোনও সংবাদমাধ্যম ভিডিওটি পোস্ট করে খবর করে যে, ধোনিকে দেখে উদ্বেলিত মেয়ে জিভা।
ভিডিওটি দেখে অবশ্য কেউ কেউ ভ্রু কুঁচকেছিলেন। কারণ, সেখানে দেখা জিভার সঙ্গে এখনকার জিভার অনেকটাই তফাত। ধোনি-কন্যা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। চার বছর আগের সেই ভিডিওটির সঙ্গে জিভার হেয়ারস্টাইলেও অনেক অমিল। পরে জানা যায়, ভিডিওটি ২০১৯ সালের।
আসল ভিডিওটি দেখুন
সোমবার, ১৭ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংসের (RCB vs CSK) মধ্যে এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকল গোটা ক্রিকেটবিশ্ব। ২২৭ রান তাড়া করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েলের ৭৬ ও ফাফ ডুপ্লেসির ৬২ রানের ইনিংসে ভর করে দুরন্ত লড়াই চালায় আরসিবি। তবে মাত্র আট রানে পরাজিত হয় আরসিবি।
মহাতারকাদের আড্ডা
আরসিবি বনাম সিএসকে ম্যাচকে বরাবরই বিরাট কোহলি (Virat Kohli) বনাম মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) লড়াই বলে ধরা হয়। দুই দলের তারকার ছড়াছড়ি হলেও, এই দুই মহাতারকার দিকে সবসময়ই বিশেষজ্ঞ থেকে সমর্থক, সকলেরই বাড়তি নজর থাকে। অবশ্য গতকালের ম্যাচে দুই মহাতারকার কেউই বড় রান করতে পারেননি। ধোনি মাত্র এক বল খেলে এক রানে অপরাজিত থাকেন, আর বিরাটকে ছয় রানে সাজঘরে ফেরত পাঠান আকাশ সিংহ। তবে ম্যাচ শেষে এই দুই মহাতারকাই ফের চর্চার শিরোনামে।
ম্যাচের পর বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনিকে মাঠেই দাঁড়িয়ে খোশমেজাজে দীর্ঘক্ষণ গল্প করতে দেখা যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। দুইজনকেই ভিডিওতে হাসিমুখে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। প্রসঙ্গত, ধোনি ও কোহলির মধ্যেকার সম্পর্ক বরাবরই মিষ্টিমধুর। কোহলি বারংবার ধোনির প্রতি নিজের শ্রদ্ধা, সম্মানের কথা জানিয়ে এসেছেন। মুশকিল সময়ে যে ধোনিই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, সে কথাও বলেছিলেন তিনি।