মুম্বই: শুক্রবারের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফের একবার এক বড় রানের ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (MI vs GT) ম্যাচে দুই দুরন্ত ইনিংসের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। বিগত কয়েক ম্যাচ ধরেই দারুণ ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সেই দুরন্ত ফর্ম গুজরাতের বিরুদ্ধেও অব্যাহত রাখলেন তিনি। নিজের কেরিয়ারের প্রথম আইপিএল শতরান হাঁকালেন সূর্য। এই ইনিংসের সুবাদেই এক লাফে অরেঞ্জ ক্যাপের (IPL 2023 Orange Cap) তালিকায় পাঁচ ধাপ এগিয়ে এলেন তিনি। 


গুজরাত-মুম্বই ম্যাচের প্রথম ইনিংস সূর্যকুমার তিন নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন সূর্য। তাঁর চোখধাঁধানো ইনিংসে মন্ত্রমুগ্ধ গোটা ক্রিকেটবিশ্ব। এই ইনিংসের সুবাদেই সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় আট নম্বর থেকে তিনে উঠে এলেন সূর্যকুমার যাদব। সূর্য এখনও পর্যন্ত এবারের আইপিএলে একটি শতরান বাদেও চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন। ১২ ম্যাচে তাঁর মোট সংগ্রহ ৪৭৯ রান। সূর্য ৪৩.৫৫ গড় ও ১৯০.৮৩ স্ট্রাইক রেটে এই রান করেছেন। 


তবে এখনও পর্যন্ত অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষে নিজের দাপট অব্যাহত রাখলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি (Faf du Plessis)। তিনি ৫৭.৬০ গড়ে ৫৭৬ রান করেছেন। তাঁর থেকে এক কম, ৫৭৫ রান করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। দিনকয়েক আগেও ডুপ্লেসি বাকি সকলের থেকে বেশ অনেকটাই এগিয়ে ছিলেন, তবে পরপর দুইদিন যশস্বীর ৯৮ ও সূর্যকুমারের ১০৩ রানের ইনিংসের ফলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে কড়া টক্করের আশা করাই যায়। 


সূর্য শতরান করলেও, শুভমন গিল ম্যাচে মাত্র ছয় রানে আউট হয়ে তাঁকে টপকে যাওয়ার সুযোগ হাতছাড়া করেন। আপাতত শুভমন অরেঞ্জ ক্যাপের দৌড়ে সূর্যর পরে চার নম্বরে রয়েছেন। তিনি মোট ৪৭৫ রান করেছেন। সূর্যর থেকে সামান্য পিছিয়ে পাঁচে রয়েছেন চেন্নাই সুপার কিংস ওপেনার ডেভন কনওয়ে। তাঁর দখলে ৩৬৮ রান রয়েছে। 


অরেঞ্জ ক্যাপ তালিকার প্রথম দশে একমাত্র কলকাতা নাইট রাইডার্স তারকা হিসাবে বেঙ্কটেশ আইয়ার রয়েছেন। ১২ ম্যাচে ৩০.৯২ গড় ও ১৪৩.৭৯ স্ট্রাইক রেটে বেঙ্কটেশ ৩৭১ রান করেছেন। রিঙ্কু সিংহ ৩৫৩ রান করে তালিকায় ১৩ নম্বরে ও ৩৪৮ রান করে নীতীশ রানা তালিকায় ১৫ নম্বরে রয়েছেন।


আরও পড়ুন: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?