বেঙ্গালুরু: ক্রীড়াজগতের জনপ্রিয়তম লিগগুলির মধ্যে আইপিএল (IPL) অন্যতম। এই টুর্নামেন্টের দিকে গোটা বিশ্বের নজর থাকে। তাই আইপিএলে ভাল পারফর্ম করে ক্রিকেটাররা বিরাট খ্যাতি অর্জন করেন, আবার অনেক সময় জাতীয় দলেও মেলে সুযোগ। আইপিএলের মঞ্চকেই আবার অনেকে না না সামজিক বার্তা দেওয়ার জন্য বেছে নেয়, ঠিক যেমনটা করে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।


সবুজ জার্সি


২০১১ সাল থেকে প্রতি বছরই ভারতের 'গার্ডেন সিটি'-র ফ্র্যাঞ্চাইজি আইপিএল মরসুমের একটি ম্যাচ তাঁদের জার্সির রঙ বদলে সবুজ জার্সি পড়ে খেলে। এবারও তাঁর অন্যথা হচ্ছে না। আরসিবির তরফে সদ্যই জানানো হয়েছে ২৩ এপ্রিল ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট কোহলিরা লালের বদলে সবুজ রঙের জার্সি পড়েই মাঠে নামবেন। আরসিবির 'গ্রি গ্রিন' উদ্যোগের অন্তর্গতই রাজস্থানের বিরুদ্ধে কোহলিদের সবুজ জার্সি পরে খেলতে দেখা যাবে। 


পরিবেশ সচেতন


মানুষজন পরিবেশ সংক্রান্ত না না বিষয়ে সচেতন করতেই প্রতিবছর আরসিবি একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলে। করোনাকালে কেবল এক মরসুমেই এর অন্যথা ঘটেছিল। সেইবার স্বাস্থ্যকর্মীদের অবদানকে স্বীকৃতি জানাতে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি নীল জার্সি পরে একটি ম্যাচ খেলেছিল। কিন্তু তাছাড়া প্রতি মরসুমেই তাঁরা একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলে এবং এবারেও তেমনটাই হতে চলেছে। আরসিবির এই সবুজ জার্সি সম্পূর্ণভাবে পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়েই তৈরি হয়েছে বলে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়।


 






অশ্বিনের শাস্তি


চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন তিনি। টানটান থ্রিলার শেষে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ৩ রানে জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ম্যাচ সেরার পুরস্কারও গিয়েছিল ঝুলিতে। তবে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে জনসমক্ষে মুখ খোলায়, বলা ভাল বিরক্তি প্রকাশ করায় ম্যাচ ফি-র ২৫ শতাংশ কাটা গেল রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Aswin)। আইপিএলের (IPL) কোড অফ কনডাক্ট ভাঙার দায়ে লেভেল ওয়ান দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। আম্পায়ারদের বল-বদলের সিদ্ধান্তে তিনি 'হতবাক' বলে ম্যাচ শেষে মন্তব্য করেছিলেন অশ্বিন, যারই খেসারত হিসেবে ম্যাচ ফি-র ২৫ শতাংশ খোয়াতে হল তাঁকে। 


আরও পড়ুন: ভাঙল মালিঙ্গার দীর্ঘদিনের রেকর্ড, দলের পরাজয়ের দিনেও নতুন ইতিহাস গড়লেন রাবাডা